Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

ভোট লুটের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল, থানা ঘেরাও

Protest-procession-against-vote-looting

সমকালীন প্রতিবেদন : ‌অবাধ এবং সুষ্ঠ নির্বাচন করানোর দাবি করার পরেও ভোটের দিন অবাধে ভোট লুট করা হল। গণনার দিনও যাতে সেই পরিস্থিতি না হয়, তার দাবিতে মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে প্রতিবাদ মিছিল করল সিপিএম। পাশাপাশি অশোকনগর থানায় বিক্ষোভও দেখানো হল।


‌অশোকনগরের সিপিএম নেতা সত্যসেবী করের অভিযোগ, পুরসভা নির্বাচনে অশোকনগর এলাকায় যাতে সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারেন, তারজন্য ভোটের অনেক আগে থেকেই প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছিল। তারপরেও পুলিশের উপস্থিতিতেই অবাধে ছাপ্পা ভোট দেওয়া হয়।


এই ঘটনার প্রতিবাদের পাশাপাশি গণনার দিনও যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয়, যাতে সুষ্ঠুভাবে ভোট গণনা হয় এবং কোনওরকম কারচুপি না হয়, তার দাবিতে মঙ্গলবার বিকেলে অশোকনগরে মিছিল করলো সিপিএম। এদিন অশোকনগরের গোলবাজার থেকে মিছিল শুরু করে অশোকনগর থানায় গিয়ে এই মিছিল শেষ হয়। এদিন সিপিএমের পক্ষ থেকে অশোকনগর থানা ঘেরাও করে থানার সামনে বিক্ষোভও দেখানো হয়। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন