Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৩ মার্চ, ২০২২

বোর্ড গঠন হল পুরুলিয়া এবং রঘুনাথপুর পুরসভায়

Boards-are-formed-in-Purulia-and-Raghunathpur-municipalities

‌শম্পা গুপ্ত :‌ আনুষ্ঠানিকভাবে বোর্ড গঠিত হল পুরুলিয়া পুরসভার। বুধবার পুরবোর্ডের প্রধান এবং উপ পুরপ্রধান পদে শপথ নিলেন যথাক্রমে নবেন্দু মাহালি এবং ময়ূরী নন্দী। একইসঙ্গে এই পুরসভা থেকে নির্বাচিত অন্যান্য কাউন্সিলাররাও এদিন শপথ নেন। শপথ বাক্য পাঠ করান পুরুলিয়া সদর মহকুমা শাসক বিমলেন্দু দাস।

পুরুলিয়া পুরসভার পাশাপাশি এদিন এই জেলার রঘুনাথপুর পুরসভার প্রধান এবং উপ পুরপ্রধান পদে শপথ নিলেন যথাক্রমে তরণী বাউরি এবং স্বপ্না চক্রবর্তী। এদিন রঘুনাথপুর পুরসভার প্রধান, উপ পুরপ্রধান এবং অন্যান্য কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করালেন রঘুনাথপুরের মহকুমার শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য্য।

পুরুলিয়া পুরসভার প্রধান এবং উপ পুরপ্রধানের পদে দায়িত্ব নিয়ে নবেন্দু মাহালি এবং ময়ুরী নন্দী জানান, 'শহরের সাফাই সমস্যা, পানীয় জল সমস্যা এবং যানজট সমস্যার সমাধান করাই হবে নতুন পুরবোর্ডের প্রধান কাজ।' 

পুরসভার সাফাই কর্মীদের দীর্ঘদিন বেতন হয়নি। এই বিষয়ে পুরপ্রধান নবেন্দু মাহালি জানান, 'অবিলম্বে সাফাই কর্মীদের দুমাসের বকেয়া দিয়ে দেওয়া হবে।'


অন্যদিকে, পুরপ্রধানের পদে দায়িত্ব নিয়ে তরণী বাউরি জানান, 'এলাকার মানুষ মাথা উঁচু করে ভোট দিয়েছেন। আমরা মাথা নিচু করে শহরবাসীকে পরিষেবা দেব। রঘুনাথপুর পুরসভা এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যার যাতে চিরস্থায়ী সমাধান হয়, তার চেষ্টা করা হবে।'‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন