Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

দিনের টুকিটাকি : ‌৭ ফেব্রুয়ারী, ২০২২

প্রচারে খাদ্যমন্ত্রী

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল মনোনীত প্রার্থী অরূপকুমার ঘোষের প্রচারে গেলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ওই ওয়ার্ডের মাইকেলনগরে একটি অনুষ্ঠানে এসে তৃণমূল প্রার্থীকে এলাকার মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেন খাদ্যমন্ত্রী। তিনি এলাকার মানুষের উদ্দেশ্যে আবেদন জানান, এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে যেন বাসিন্দারা বিপুল ভোটে জয়লাভ করান। পুরভোটের নির্বাচনী প্রচারে মন্ত্রীকে হাতের কাছে পেয়ে আপ্লুত ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অরূপকুমার ঘোষ। খুশি ওই ওয়ার্ডের তৃণমূল কর্মী এবং সমর্থকেরাও।



বেহাল রাস্তা

বেহাল রাস্তা মেরামতির দাবিতে টায়ার জ্বালিয়ে, বেঞ্চ পেতে সড়ক অবরোধ করলেন এলাকার মানুষ। বনগাঁপ পাইকপাড়া এলাকায় এই অবরোধ হয়। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে রয়েছে বনগাঁ–বাগদা সড়ক। সম্প্রতি রাস্তা মেরামতির কাজ শুরু হলেও, কাজের গতি খুবই ধীর। রাস্তায় জমে থাকা খোয়ায় বারবার দুর্ঘটনা ঘটছে। এমনই অভিযোগ তুলে, রাস্তা সারাইয়ের দাবিতে এদিন দুপুরে রাস্তা অবরোধ শুরু করেন এলাকার কয়েকশো বাসিন্দা। বনগাঁ–বাগদা রোডের পাইকপাড়া বাজার এলাকায় এই অবরোধ শুরু করেন স্থানীয়রা।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন