শম্পা গুপ্ত : দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। পুরুলিয়া জেলার ঘটনা। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় পুরুলিয়ার হাতোয়াড়া মর্গে। মৃতদের নাম আনন্দ হাঁসদা (৪৫) এবং মনোরঞ্জন মাহাতো (৩০)।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর নাগাদ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের শিমুলবেড়া গ্রামের আনন্দ হাঁসদা বিশেষ কাজে সোমবার পাশের গ্রামে যান। কিন্তু রাত পর্যন্ত বাড়ি ফেরেন নি। পরদিন দুপুরে তাঁর মৃতদেহ উদ্ধার হয় অযোধ্যা পাহাড়ের নিচে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পাহাড় থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর।
অন্যদিকে, পুরুলিয়ার জয়পুর থানার খয়েরট্যাঁড় গ্রামের যুবক মনোরঞ্জন মাহাতো কে পুরুলিয়া শহরে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তার দেখিয়ে সন্ধএ নাগাদ বাড়ি ফেরার সময় গ্রামের একটি পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান তিনি। মনোরঞ্জন মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার সকালে বিপর্যয় মোকাবিলা দপ্তর ওই পুকুর থেকে মনোরঞ্জনের মৃতদেহ উদ্ধার করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন