সৌদীপ ভট্টাচার্য : একাকিত্বের সুযোগ নিয়ে বাড়িতে গ্যাস সিলিন্ডার সরবরাহ করতে এসে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগ উঠলো এক গ্যাস ডেলিভারি বয়ের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে পুলিশের সামনেই গণপিটুনি দেওয়া হল। উত্তর ২৪ পরগনার বারাসতের ২৮ নম্বর ওয়ার্ডের সতীন সেন পল্লী এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার ওই এলাকায় গ্যাস সরবরাহ করতে যায় কায়েম মোল্লা নামে এক ডেলিভারি বয়। স্থানীয়দের অভিযোগ, এলাকার একটি বাড়িতে তখন একাই ছিল দশম শ্রেণীর এক স্কুলছাত্রী। কাজের প্রয়োজনে তার মা বাড়ির বাইরে ছিল। গ্যাস সিলিন্ডার এসেছে শুনে ঘরের দরজা খুলে দেয় ওই ছাত্রী।
অভিযোগ, এইসময় একাকিত্বের সুযোগ নিয়েওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে ওই ডেলিভারি বয়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে ওই ছাত্রী। আর তখন পালিয়ে যায় ডেলিভারি বয়। যদিও পরে তাকে ধরে ফেলেন স্থানীয়রা। খবর পেয়ে হাজির হয় পুলিশও। পুলিশের সামনেই শুরু হয় গনধোলাই। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন