Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

হাবড়ায় শিশু পাচার করতে এসে ধৃত ৪

 

4-arrested-for-trafficking-children-to-Habra

সমকালীন প্রতিবেদন : ‌শিশু পাচার চক্রে যুক্ত থাকার অভিযোগে মোট ৪ জনকে গ্রেপ্তার করল পুলিশ। এর মধ্যে দুজন পাচার হওয়া শিশুর বাবা–মা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানা এলাকায়।


জানা গেছে, দত্তপুকুর থানার মালিয়াপুর দাসপাড়া এলাকার বাসিন্দা কবীর মন্ডল এবং মর্জিনা বিবি তাদের ৪ দিনের শিশুকন্যাকে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ। পেশায় রাজমিস্ত্রি কবীর এবং তার স্ত্রী ছাড়াও এর আগে তাদের ৪ জন সন্তান রয়েছে। চারদিন আগে কবীরের স্ত্রী মর্জিনা একটি কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু দরিদ্র পরিবারে কন্য সন্তানকে কি করে বড় করে তুলবে, এই চিন্তায় ওই সন্তানকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করে।


বুধবার সন্ধেয় হাবড়ার ১ নম্বর রেল গেট সংলগ্ন এলাকায় তারা তাদের সন্তান বিক্রি করতে আসে। সেই সন্তান নিতে আসে  দত্তপুকুর থানার বামনগাছি মালিয়াপুর দাসপাড়া এলাকার বাসিন্দা লাবনী দাশ এবং  ওই একই থানার মুরালি এলাকার বাসিন্দা হাফিজা খাতুন।  চার লক্ষ টাকার বিনিময়ে নিজেদের সন্তনকে এই দুই শিশু পাচারকারীর হাতে তুলে দিতে এসে এদিন চারজনই ধরা পরে যায় পুলিশের হাতে। বৃহস্পতিবার তাদের বারাসত আদালতে তোলা হবে। 



  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন