Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

দিনের টুকিটাকি : ‌১৪ জানুয়ারী, ২০২২

আইনজীবিকে মারধর

বনগাঁ আদালতের এক আইনজীবিকে মারধরের প্রতিবাদে শুক্রবার বনগাঁর যশোর রোডের বাটার মোড়ে বিক্ষোভ দেখালেন আইনজীবীরা। কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরোধও করে রাখা হয়। বৃহস্পতিবার সন্ধেয় গাইঘাটা থানার ফুলসড়া গ্রাম পঞ্চায়েতের খুরুয়া রাজাপুরের বাসিন্দা আইনজীবি রনি মন্ডল এবং তাঁর পরিবারের উপর হামলা চালানোর অভিযোগ উঠলো স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মারধর করা হয় রনি মন্ডল, তাঁর মা, বাবা এবং ভাইকে। আহত রনি মন্ডল এবং তাঁর মায়ের আঘাত গুরুতর হওয়ায় তাঁদেরকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার সকালে বনগাঁ মহকুমা আদালতের আইনজীবিরা কর্মবিরতি পালনের পাশাপাশি বাটা মোড়ে বিক্ষোভ, অবরোধ শুরু করেন। 


করোনায় মৃত্যু

কোভিডের তৃতীয় ঢেউয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল পুরুলিয়া জেলায়। আদ্রা রেল হাসপাতালেও কোভিডে মৃত হল আরও ২ জনের। শুক্রবার সকালে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান ৬২ বছরের এক বৃদ্ধ। পুরুলিয়ার বলরামপুরের বাসিন্দা ওই ব্যাক্তি গত ১২ তারিখ মেডিক্যাল কলেজের সদর হাসপাতাল ক্যাম্পাসে ভর্তি হয়েছিলেন। সেখানে কোভিড ধরা পড়ায় পরের দিন তাঁকে হাতুয়াড়া ক্যাম্পাসে পাঠানো হয়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কুণালকান্তি দে জানিয়েছেন, কিডনির সমস্যা ছাড়াও, মধুমেহ সহ নানা ধরনের কোমর্বিডিটি ছিল তাঁর। উল্লেখ্য, কোভিডে আক্রান্ত হয়ে মেডিক্যাল কলেজে এখন মাত্র ৫ জন চিকিৎসাধীন রয়েছেন। জেলায় এখন সংক্রমণের হার ২৪ শতাংশ। গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৭ জন। সক্রিয় রোগীর সংখ্যা ১২৫৮ জন। এদিকে, চিকিৎসা চলাকালীন আদ্রায় মৃত্যু হল কোভিডে আক্রান্ত দুই ব্যক্তির। মৃতদের মধ্যে একজন কর্মরত রেলকর্মী। অন্যজন ১২ বছর আগে অবসর নিয়েছেন। আদ্রায় দক্ষিণ পূর্ব রেল হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত দুই ব্যাক্তিরই কিডনির সমস্যা ছিল। তাঁদের ডায়ালিসিস চলছিল। এই অবস্থাতেই করোনায় আক্রান্ত হয়ে পড়েন তাঁরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন