Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি

 ‌

The-former-district-president-of-BJP-joined-the-Trinamool

সৌদীপ ভট্টাচার্য : বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সদ্য প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নেতৃত্বে সোমবার হাজারখানেক বিজেপি সমর্থক যোগ দিলেন তৃণমূলে। খড়দার তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যা‌য়ের উপস্থিতিতে তৃণমূলের দমদম–ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক দলীয় পতাকা তুলে দিলেন  নবাগতদের হাতে। 


এদিনের এই যোগদান শিবিরে হাজির ছিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস, টিটাগর পুরসভার প্রশাসক প্রশান্ত চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্ব। দলের নির্দেশ মেনে রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ বিজেপি থেকে আগত সব কর্মীকে দলে স্বাগতম জানালেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। 


দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক এসম্পর্কে জানান, রবীন্দ্রনাথ ভট্টাচার্য একসময় তৃণমূলেই ছিলেন। দলের ব্যক্তির অত্যাচারে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই ব্যক্তি পরবর্তীতে বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হয়ে ফের অত্যাচার শুরু করায় রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং তাঁর অনুগামীরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন