Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

আধার ও ফোন নম্বর লিঙ্ক করাকে কেন্দ্র করে উত্তেজনা

 ‌

Tensions-centered-on-linking-Aadhaar-and-phone-numbers

সৌদীপ ভট্টাচার্য : আধার কার্ড ও ফোন নম্বর লিংক করার ঘটনাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হলো উত্তর ২৪ পরগনার টিটাগর উপ ডাকঘরে। আর তাতে শিকেয় উঠলো করোনা বিধি। পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হয় পুলিশকে।


৩ জানুয়ারী থেকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা হবে বলে আগে থেকে ঘোষনা করা হয়েছিল। সেই অনুযায়ী এদিন রাত ২ টো থেকে টিটাগড় উপ ডাকঘরের সামনে লাইন দিতে শুরু করেন মানুষ। সকাল হতে সেই লাইন বিশালাকার নেয়।


অভিযোগ, অফিস খোলার পর আধার এবং ফোন নম্বর লিঙ্ক করার কাজ শুরু হবার কিছুক্ষণ পর ঘোষনা করা হয় যে, আজ আর লিঙ্কের কাজ হবে না। এই ঘোষনা হবার পর থেকেই উত্তেজনার সৃষ্টি হয়। অপেক্ষারত মানুষদের অভিযোগ, ঠান্ডার মধ্যে রাত থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর কেন এমন ঘোষনা করা হল। আগে থেকে কেন জানানো হল না।


এই ঘটনার পর ডাকঘরের সামনে ব্যাপক বিক্ষোভ দেখান মানুষ। করোনা বিধিকে শিকেয় তুলে শয়ে শয়ে মানুষ সেখানে জড়ো হন। পরিস্থিতি সামাল দিতে সেখানে হাজির হয় পুলিশ বাহিনী। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন