Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

বাদরের বাদরামি থামলো, খাঁচাবন্দি হল বাদর

 ‌

Badar-is-caged

শম্পা গুপ্ত : ‌বাদরের বাদরামি শেষ হল। টানা ৯ দিন ধরে তাণ্ডব চালানোর পর অবশেষে খাঁচা বন্দি করা গেল বানরকে। পুরুলিয়ার পাড়া থানার ঝাপড়া গ্রাম এলাকায় ২৫ ডিসেম্বর থেকে আজ, ৩ ডিসেম্বর পর্যন্ত একটি বানর তাণ্ডব চালাতে থাকে। 


এলাকার বাসিন্দারা জানান, বানরটি এই কয়েকদিনের মধ্যে গ্রামের প্রায় ১০ জন গ্রামবাসীর ওপর হামলা চালায়। আচমকা আঁচড়ে ক্ষত-বিক্ষত হন তাঁরা। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। বাড়ির বাইরে বেরোতে পর্যন্ত ভয় পাচ্ছিলেন তাঁরা। অবশেষে গ্রামের মানুষেরা নিজেদের সুরক্ষার স্বার্থে পাড়া থানার ফরেস্ট অফিসারের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। 


এরপর পাড়া বনবিভাগের কর্মীরা গ্রামবাসীদের সুরক্ষার স্বার্থে বাদরটিকে ধরার জন্য ব্যবস্থাপনা শুরু করেন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালানোর পর অবশেষে ফরেস্ট কর্মীরা ৯ দিন পর আজ, সোমবার বিকেলে বানরটিকে খাঁচাবন্দি করতে সক্ষম হন। বানরের বাদরামি থেকে মুক্তি পেলেন বাসিন্দারা। এব্যাপারে পাড়া বিট অফিসার এস কে নিজামুদ্দিন  জানিয়েছেন, বানরটিকে আপাতত পর্যবেক্ষণে রাখা হবে। তারপরে কি করা হবে, তার সিদ্ধান্ত নেওয়া হবে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন