সৌদীপ ভট্টাচার্য : কাটমানি নেওয়ার অভিযোগ তুলে পোস্টার পড়লো তৃণমূল নেতার নামে। উত্তর ২৪ পরগনার বারাসত পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ড এলাকায় ওয়ার্ড কো-অর্ডিনেটর মিলন সরদারের নামে কাটমানির এই পোস্টার পড়ল। যদিও এই কাজে বিরোধীদের যোগসাজোশ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন মিলনবাবু।
বারাসত ৩৩ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর মিলন সরদার। শনিবার ভোররাতে কে বা কারা নিবেদিতাপল্লী এবং তার আশপাশ এলাকার বিভিন্ন জায়গায় 'নববর্ষের উপহার কাটমানির সর্দার, আর নেই দরকার' লেখা পোস্টার লাগিয়ে রাখতে দেখা যায়। পাশাপাশি, আরও বেশ কয়েকটি পোস্টার লাগানো হয় যেখানে লেখা, 'প্রকৃত ভারতীয় নাগরিককে বঞ্চিত করে বাংলাদেশী নাগরিকের নামে কিভাবে সরকারি বাড়ি দেওয়া হল, মিলন সরদার জবাব দাও' এবং '৩৩ নম্বর ওয়ার্ডের বহু কুকীর্তির নায়ক, বারাসত পুরসভাকে চুলকানি মাখানোর নায়ক দুর হটো।'
উল্লেখ্য, এর আগেও ৩৩ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটরের নামে কাটমানির পোস্টার পড়েছিল। এই বিষয়ে ওয়ার্ড কো-অর্ডিনেটর মিলন সরদার জানান, 'হিংসার বশে এই কাজ করা হয়েছে। নিবেদিতাপল্লী ও তার আশপাশ এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। এই বিষয়ে দলের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দল যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন