Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

বনগাঁ পুরসভার উদ্যোগে সেতু নির্মাণ

Construction-of-bridge-at-the-initiative-of-Bangaon-Municipality

সমকালীন প্রতিবেদন : ‌দীর্ঘদিনের দাবি পূরণ হল বনগাঁ পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। পুরসভার উদ্যোগে বসাকপাড়া এবং মুস্তাফিপাড়া এলাকার মধ্যে সংযোগকারী সেতু তৈরি হল। বৃহস্পতিবার তার আনুষ্ঠানিক উদ্বোধন হল। এই উদ্যোগে খুশি এলাকার মানুষ।


পুরসভা সূত্রে জানা গেছে, পুরসভার নিজস্ব তহবিল থেকে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে প্রায় সাড়ে ৪০০ ফুট লম্বা এবং ৮ ফুট চওড়া এই সেতু নির্মিত হয়েছে। এর ফলে বসাকপাড়া এবং মুস্তাফিপাড়া সহ আশপাশ এলাকার কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। বনগাঁর প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ শেঠের নামে এই সেতুর নামকরণ করা হয়েছে। এদিন ভূপেন্দ্রনাথ শেঠের একটি পূর্ণাবয়ব মূর্তিরও উদ্বোধন করা হলো।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক গোপাল শেঠ, কো-অর্ডিনেটর অভিজিৎ কাঁপুড়িয়া সহ অন্যান্য বিশিষ্টজনেরা। গোপাল শেঠ এই সম্পর্কে জানান, ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এইধরনের একটি সেতু নির্মাণ করার। অবশেষে পুরসভার পক্ষ থেকে সেই দাবি পূরণ করা হল। এই সেতু নির্মাণের ফলে অনেকটা পথ কম ঘুড়ে যাতায়াত করতে হবে এলাকার মানুষদের।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন