Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

বনগাঁয় সড়ক দুর্ঘটনায় মৃত্যু দুই বিদ্যুৎ কর্মীর

 ‌

Two-power-workers-died-in-the-accident

সমকালীন প্রতিবেদন : ‌বনগাঁয় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল বিদ্যুৎ দপ্তরের দুই কর্মীর। শুক্রবার রাত ৮ টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে বনগাঁ থানার বক্সিপল্লী এলাকায় যশোর রোডের উপর। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রাজু দাস (‌৩৩)‌ এবং আশিষ দাস (‌৩১)‌। রাজুর বাড়ি গোবরডাঙায়। আর আশিষের বাড়ি বনগাঁর দীনবন্ধুনগরে।


জানা গেছে, রাজু দাস রাজ্য বিদ্যুৎ দপ্তরের স্থায়ী কর্মী। তিনি চার্জম্যানের দায়িত্বে আছেন। অন্যদিকে, আশিষ দাস বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী। তাঁর সহকর্মীরা জানান, এদিন ৬ টা নাগাদ ডিউটি শেষ হয়ে যায় রাজু দাসের। এরপর রাত ৮ টা নাগাদ আশিষ দাসের স্কুটিতে করে যশোর রোড ধরে গাইঘাটার দিকে যাচ্ছিলেন। 


স্কুটি চালাচ্ছিলেন আশিষ। পেছনে বসেছিলেন রাজু। বক্সিপল্লী এলাকায় আসার পর উল্টো দিক থেকে আসা দ্রুতগতির একটি ৪০৭ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এই দুই বিদ্যুৎ কর্মীর স্কুটি। আর তাতেই মারাত্মকভাবে জখম হন তাঁরা দুজন। স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদেরকে মৃত বলে ঘোষনা করেন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন