দেবাশীষ গোস্বামী : কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে প্রকাশ করা হলো অটল রাঙ্কিং অফ ইনস্টিটিউশন ইনোভেশন এন্ড অ্যাচিভমেন্ট। কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সুভাষ সরকার দিল্লিতে ভার্চুয়ালি এই তালিকা প্রকাশ করেন।
নতুন উদ্ভাবনী ক্ষমতার নিরিখে এই রাঙ্কিং করা হয়। প্রথম ১০ টি ইনস্টিটিউটের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে আইআইটি মাদ্রাজ প্রথম স্থানে আছে। দ্বিতীয় স্থানে আছে আইআইটি মুম্বাই এবং তৃতীয় স্থানে আছে আইআইটি দিল্লী। চতুর্থ আইআইটি কানপুর, পঞ্চম আইআইটি রুরকি, ষষ্ঠ আইআইএসি ব্যাঙ্গালোর, সপ্তম আইআইটি হায়দ্রাবাদ।
এই তালিকায় পশ্চিমবঙ্গের আইআইটি খড়্গপুরের স্থান আট নম্বরে। নবম স্থানে এনআইটি কালিকট এবং দশম স্থানে এলাহাবাদের মোতিলাল নেহরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই নিয়ে পরপর তিনবার আইআইটি মাদ্রাজ প্রথম স্থান অধিকার করল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন