Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

করোনা আতঙ্ক কাটিয়ে মঞ্চ মাতাচ্ছেন নাট্যশিল্পীরা

 

Drama-artists-are-making-the-stage

সমকালীন প্রতিবেদন : ‌করোনার কারণে দীর্ঘ প্রায় দুবছর বন্ধ মঞ্চের নাটক। পরিস্থিতির কিছুটা বদল ঘটায় মনের জোর বাড়ছে নাট্যশিল্পীদের। করোনার আতঙ্ক কাটিয়ে একটু একটু করে স্বাভাবিক হয়েছে মঞ্চ। শীতের আমেজকে সঙ্গী করে শুরু হয়েছে নাটক মঞ্চস্ত করার পর্ব। দীর্ঘদিন পর মঞ্চে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই খুশি নাট্যশিল্পীরা।


সম্প্রতি বনগাঁর উনাই নেতাজী সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে দুদিনের নাট্য উৎসব অনুষ্ঠিত হলো। ১৩ তম বর্ষে সংগঠনের নিজস্ব নাট্যমঞ্চে মোট ৫ টি নাটক উপস্থাপিত হয়। এরমধ্যে আয়োজক সংস্থার দুটি নাটক মঞ্চস্ত হয়। তারমধ্যে একটি শিশুদের নাটক ছিল। করোনার কারণে গত বছর সামান্য দর্শক নিয়ে সংস্থার দুটি নাটক মঞ্চস্ত হয়। 


এদিকে, বীরভূমের সিউড়ি রবীন্দ্রসদনে ২ দিনের নাট্য উৎসব অনুষ্ঠিত হল। উদ্বোধন করেন অভিনেত্রী পলি সেন। উৎসবে মোট ৬ টি নট্যদল অংশগ্রহণ করে। আয়োজক সংস্থার পক্ষে বাবুল সাহা জানান, করোনা বিধি মেনে এখনই নাট্য সংস্থার রুপকথা, বোলপুর ইলোরার কবিকথা, বক্কেশ্বর তাপবিদ্যুৎ উপনগরীর আড্ডাটোরিয়ামের বনেদি কাঙ্গাল, বর্ধমান প্রয়াসের কাল বা পরশু, রামপুরহাট রঙ্গম নাট্য সংস্থার সরল অংক এবং সাঁইথিয়া ওয়েকআপ নাট্যদলের হু অ্যাম আই নাটকগুলি মঞ্চস্ত হয়।  কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন