Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

গোপালনগরে রেশন না পেয়ে ডিলারের ঘরে তালা দিয়ে বিক্ষোভ

 

Demonstration-with-lock-in-dealer-house

সমকালীন প্রতিবেদন : ‌রেশন নিতে এলেই রেশন সামগ্রী না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের। গত ‌তিন মাস ধরে এইভাবে গ্রাহকদের রেশন দেওয়া হচ্ছে না। এমনই অভিযোগ তুলে ডিলারের রেশনের ঘরে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন শতাধিক গ্রাহক। বুধবার দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের খাবরাপোতা এলাকায়৷  


এলাকার রেশন গ্রাহকদের অভিযোগ, গোপালনগর থানার পাঁচপোতা, আরামডাঙা, খাবরাপোতা, মোল্লাহাটি, আশুরহাট সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার রেশন গ্রাহক স্থানীয় রেশন ডিলার স্বপ্না রা‌য়ের কাছ থেকে রেশনের সামগ্রী সংগ্রহ করেন৷


বুধবার রেশন দেওয়ার খবর পেয়ে সকাল থেকে প্রচুর গ্রাহক রেশন দোকানের সামনে লাইন দেন৷ দুপুর পর্যন্ত অপেক্ষা করারহ পর তাঁদের জানানো হয়, আজ রেশন দেওয়া হবে না। এই খবর শোনার পরই উত্তেজিত হয়ে পড়েন লাইনে অপেক্ষারত রেশন গ্রাহকেরা। তাঁরা ক্ষুব্ধ হয়ে ডিলারের ঘরে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন।


গ্রাহকদের অভিযোগ, গত তিন মাস ধরে তাঁরা রেশন পাচ্ছেন না। প্রতি মাসে রেশন নিতে আসার কথা বলা হলেও পরে ফিরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি, গ্রাহকদের রেশন সামগ্রী অনেক সময় কম দেওয়া হয়। এব্যাপারে সুষ্ঠ মীমাংসা করার দাবি জানান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় গোপালনগর থানার পুলিশ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন