Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

বনগাঁয় আশা কর্মীদের বিক্ষোভ, ডেপুটেশন

 ‌

Demonstration-deputation-of-Asha-workers-in-Bangaon

সমকালীন প্রতিবেদন : ‌স্বাস্থ্য কর্মী হিসেবে স্বীকৃতি দিয়ে সম্মানজনক বেতন কাঠামো চালু, বকেয়া ইনসেনটিভ দ্রুত মেটানো সহ বেশ কিছু দাবিতে ব্লক স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা। অবিলম্বে তাঁদের দাবি না মেটানো হলে আগামীদিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান। বৃহস্পতিবার বনগাঁ ব্লকের সুন্দরপুর গ্রামে ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন ব্লকের আশা কর্মীরা। যদিও দপ্তরের আধিকারিক জানিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যে আশা কর্মীরা তাঁদের বকেয়া পেয়ে যাবেন বলে খবর।


বনগাঁ ব্লক স্বাস্থ্য দপ্তরের অধীনে ৩০৭ জন আশা কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে বৃহস্পতিবার বেশ কিছু আশা কর্মী এদিন আন্দোলনে সামিল হন। তাঁদের অভিযোগ, 'গ্রামাঞ্চলের স্বাস্থ্য সংক্রান্ত যেকোনও কাজ আমাদের মতো আশা কর্মীদের দিয়ে করানো হচ্ছে। অথচ আমাদের স্বাস্থ্য কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। যখন তখন নির্দেশিকা জারি করে আমাদের দিয়ে সেই কাজ করিয়ে নেওয়া হচ্ছে। অথচ তার বদলে মাসের শেষে আমাদের হাতে মাত্র সাড়ে ৪ হাজার টাকা তুলে দেওয়া হচ্ছে।'


তাঁদের আরও‌ অভিযোগ, 'রাজ্য সরকারের পক্ষ থেকে এই সামান্য সাম্মানিকটুকু পেলেও গত ৬ মাস ধরে কেন্দ্র সরকারের দেওয়া ইনসেনটিভ আমরা পাচ্ছি না। ফলে পুজোর সময় আমরা কেউই আমাদের পরিবারের জন্য কিছু করতে পারি নি। রাত দিন এক করে আমরা গ্রামের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিলেও আমাদের সেই অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। উপরন্তু মাসের পর মাস ইনসেনটিভ বকেয়া রয়ে যাচ্ছে।'‌ এদিন ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন আশা কর্মীরা।


আশা কর্মীদের দাবি, তাঁদেরকে স্বাস্থ্য কর্মী হিসেবে স্বীকৃতি দিয়ে মাসে ২১ হাজার টাকা ফিক্সড বেতন দেওয়া হোক। কাজের বোঝা কমানো হোক। নিরাপত্তার ব্যবস্থা করা হোক। এব্যাপারে বনগাঁ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: মৃগাঙ্ক সাহারায় জানান, 'শুধু বনগাঁ নয়, যান্ত্রিক ত্রুটির কারণে গোটা রাজ্য জুড়েই ইনসেনটিভ বকেয়া পরে রয়েছে আশা কর্মীদের। এব্যাপারে রাজ্য স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরাও ওয়াকিবহাল। আশা করা যাচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যা মিটে যাবে। আশা কর্মীরা তাঁদের বকেয়া ইনসেনটিভ পেয়ে যাবেন।'‌







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন