সমকালীন প্রতিবেদন : বিজেপির কর্মীসভা চলাকালীন দলীয় নেতা, কর্মীদের হাতে দলের অন্য নেতা, নেত্রী আক্রান্ত হবার ঘটনায় বিজেপির ৩ জন নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের আদালতে তোলা হলে বিচারক তাদেরকে জেল হেফাজতে পাঠান। শুনানীর জন্য মঙ্গলবার ফের তাদের আদালতে তোলা হবে।
উল্লেখ্য, রবিবার বিকেলে বনগাঁর কালুপুর এলাকায় বিজেপির একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। সেখানে আমন্ত্রিত না হয়েও হাজির হন বিজেপির জেলা সাধারণ সম্পাদক তথা বনগাঁ পঞ্চায়েত সমিতির সদস্য অর্ণব সুর, তাঁর স্ত্রী তথা কালুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য লতিকা সুর। অভিযোগ, এই সময় তাঁদের উপর হামলা চালায় বিজেপির কয়েকজন নেতা, কর্মী।
আহত অবস্থায় তাঁদেরকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই বনগাঁ থানায় দলের একাধিক নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন লতিকা সুর। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এদিন রাতে বিজেপির গাইঘাটার চাঁদপাড়া পশ্চিম মন্ডলের সাধারণ সম্পাদক বিজয় মন্ডল, পরিমল বিশ্বাস এবং দীনবন্ধু তরফদার নামে ৩ বিজেপি নেতাকে গ্রেপ্তার করে।
যদিও এব্যাপারে ধৃতরা মারধোরের অভিযোগ অস্বীকার করে দাবি করে, গোলমালের সময় লতিকা সুর উপস্থিত ছিলেন না। ফলে তাঁকে মারধোরের যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। তাদের অভিযোগ, অর্ণব সুর এবং তার স্ত্রী লতিকা সুর বিজেপির পদে থেকে গোপনে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। তাই এলাকার বিজেপি কর্মীরা তাদের উপর ক্ষিপ্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন