Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

দিনের টুকিটাকি : ‌৮ নভেম্বর, ২০২১

 মৌন মিছিল

প্রয়াত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জীকে শ্রদ্ধা জানাতে বনগাঁ পুরসভার উদ্যোগে মৌন মিছিল বের হলো। দিন কয়েক আগে আচমকাই মৃত্যু হয়েছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তাঁকে শ্রদ্ধা জানাতে রাজ্যের পাশাপাশি বনগাঁ শহরে মৌন মিছিল হল। সোমবার সকালে বনগাঁ পুরসভার পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয়। বনগাঁ পরসভার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাটা মোড়, মতিগঞ্জ ঘুরে বনগাঁ ত্রিকোণ পার্ক সংলগ্ন রবীন্দ্র মূর্তির পাদদেশে এসে সেই মিছিল শেষ হয়। বনগাঁ পুরকর্মচারী সহ তৃণমূল কর্মী, মর্থকরা বুকে ব্যাজ লাগিয়ে মিছিলে পা মেলান৷ এব্যাপারে বনগাঁ পুরসভার প্রশাসক গোপাল শেঠ জানান, বনগাঁ পুরসভা এবং রবীন্দ্রনাথ–দুটোই সুব্রত মুখার্জীর প্রিয় ছিল। তাই তাঁকে স্মরণ করতে পুরসভার উদ্যোগে মৌণ মিছিল বের করে তা শেষ করা হয় রবীন্দ্র মূর্তির পাদদেশে।‌

শারদ সম্মান

পুরুলিয়ার সেরা পুজো গুলিকে বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কার প্রদান করা হলো। রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি, রাহুল মজুমদার ও পুলিশ সুপার এস সেলভা মুরুগানের উপস্থিতিতে সোমবার পুরুলিয়া জেলাশাসকের দপ্তরে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলার সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মন্ডপ, ও সেরা কোভিড স্বাস্থ্য বিধি মানা পুজো কমিটিগুলিকে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হল। মন্ত্রী সন্ধ্যারানী টুডু জানান, 'প্রতিবছরই রাজ্যের মুখ্যমন্ত্রী সেরা পুজোগুলিকে সম্মান প্রদান করে থাকেন। এবারও সেইভাবে পুজো কমিটিগুলিকে সম্মান প্রদান জানানো হলো।'‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন