Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১০ নভেম্বর, ২০২১

ইতিহাসে আজ : ১০ নভেম্বর, ২০২১

Today-in-history

ইতিহাসে আজ

জাতীয় প্রেক্ষিত  : 

১) ১৯০৮ খ্রিস্টাব্দে বিশ্বাসঘাতক নরেন গোঁসাইকে হত্যা করার অপরাধে পুরোনো আলিপুর জেলে (বর্তমান প্রেসিডেন্সি জেল) বিপ্লবী কানাইলাল দত্তের ফাঁসি হয়। 

২) ১৯১০ খ্রিস্টাব্দে অনুশীলন সমিতির সভ্যরা ঢাকা জেলার রাজেন্দ্রপুরে ডাকাতি করে নগদ ও অলঙ্কারে প্রায় আঠাশ হাজার টাকা পায়। 

৩) ১৯২৫ খ্রিস্টাব্দে পুলিশ দক্ষিণেশ্বরের এক বাড়িতে একটা বিরাট বোমার কারখানা খুঁজে পায়। এখানে যুক্তপ্রদেশের 'হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশন' র রাজেন লাহিড়ী , অনন্তহরি মিত্র, প্রমোদরঞ্জন চৌধুরী প্রমুখ কয়েকজন বিপ্লবী গ্রেপ্তার হন। এদের নিয়ে বিখ্যাত 'দক্ষিণেশ্বর বোমা মামলা' আরম্ভ হয়। 

৪) ১৯৪৭ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের গভর্নর রাজা গোপালাচারী ভারতের গভর্নর জেনারেল মনোনীত হওয়ায় স্যার ব্রজেন্দ্রলাল মিত্র গভর্নর পদে যোগ দেন। 

৫) ১৯৫৭ খ্রিস্টাব্দে ভারতে ভারী শিল্প স্থাপনের ব্যাপারে ভারত ও রাশিয়ার চুক্তি হয়। 

৬) ১৯৫৮ খ্রিস্টাব্দে বরোদার কাছে ভাদসেরে পরীক্ষামূলকভাবে তেল সন্ধান করার সময় তেলের সন্ধান মেলে। 

৭) ১৯৭০ খ্রিস্টাব্দে মেঘালয় পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রস্তাব গৃহীত হয়। 

৮) ১৯৯০ খ্রিস্টাব্দে ভারতের অষ্টম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন চন্দ্রশেখর। 

৯) আজকের দিনে জন্মেছিলেন  জাতীয় আন্দোলনের অন্যতম নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ; ভারতীয় কমিউনিস্ট নেতা কে রাজেন্দ্র; ভারতীয় সাংসদ বিনয় সহস্রবুদ্ধে;

অভিনেতা ও প্রযোজক আশুতোষ রাণা; গায়ক ও সংগীত পরিচালক গণেশ হেগড়ে; সাংসদ শচ্চিদানন্দ সিংহ প্রমুখ। 

১০) আজকের দিনে প্রয়াত হন প্রাক্তন ক্রিকেটার ঘনশ্যাম সিংজি; প্রখ্যাত চিত্রকর সুকুমার বোস; লেখক ও লোকসংস্কৃতি গবেষক হারোগাড্ডে মান্নাপ্পা নায়ক প্রমুখ।





আন্তর্জাতিক প্রেক্ষিত :

১) ১৮৯৮ খ্রিস্টাব্দে আমেরিকার ইতিহাসে একমাত্র পৌর প্রশাসন প্রত্যাহারের ঘটনা'Wilmington Insurrection of 1898' সংঘটিত হয়। 

২) ১৯৩৯ খ্রিস্টাব্দে ফিনল্যান্ডের লেখক এফ ই সিলানাপ্পা সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 

৩) ১৯৬৯ খ্রিস্টাব্দে মার্কিন ন্যাশনাল এডুকেশনাল টেলিভিশন ব্রডকাস্টিং যাত্রা শুরু করে।

৪) ১৯৮৩ খ্রিস্টাব্দে বিল গেটস উইন্ডোজ ১.০ এর সূচনা করেন ।

৫) ১৯৮৯ খ্রিস্টাব্দে জার্মানি বার্লিন প্রাচীর ভাঙার কাজ শুরু করে। 

৬) ২০০৬ খ্রিস্টাব্দে শ্রীলঙ্কার তামিল রাজনীতিক এন রবিরাজকে ফাঁসি দেওয়া হয়। 

৭) আজকের দিনে জন্মেছিলেন আমেরিকান ভাষ্কর জেকব এপস্টেইন; আইরিশ চিত্রকর লুইস লে ব্রোক্যুই; নোবেল জয়ী জার্মান রসায়নবিদ আর্নেস্ট অটো ফিশার ইরানিয়ান পরিচালক নিকি কিরিমি প্রমুখ। 

৮) আজকের দিনে প্রয়াত হন তুরস্কের প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্ক; সোভিয়েত ইউনিয়নের চতুর্থ প্রধান লিওনিড ব্রেজনেভ; ফরাসি রাষ্ট্রপতি জে সি ডেলমাস; চেক কবি ইভান মার্টিন জিরাস প্রমুখ। 

স্মরণীয় আজ  : ভারতে ছট্ পূজা ও গোপাষ্টমী তুরস্কে আতাতুর্ক স্মরণ দিবস আর্জেন্টিনাতে ঐতিহ্য দিবস, ইন্দোনেশিয়াতে বীর দিবস, World Keratoconus Dayশান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে বিশ্ব বিজ্ঞান দিবস, 

সংকলক : স্বপন ঘোষ 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন