Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

ট্রাকের নিচে পিষ্ট হয়ে মৃত্যু যুবকের

 ‌

The-young-man-died-after-being-crushed-under-the-truck

সমকালীন প্রতিবেদন : পথ দুর্ঘটনায় মর্মান্তিক‌ভাবে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙা থানার গণ দীপায়ন মোড় এলাকায় যশোর রোডের উপর একটি পাথর বোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে যায় সন্তু বৈদ্য (‌১৮)‌ নামে ওই যুবক। তাঁর বাড়ি গাইঘাটা থানার ধরমপুর ২ নম্বর পঞ্চায়েতের ময়না এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্তু বৈদ্য নামে ওই যুবক কাজের থেকে বাড়ি ফেরার পথে সাইকেল নিয়ে যশোর রোডে ওঠার সময় পেছন দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক সন্তুকে প্রথমে ধাক্কা মারে। আর তাতে রাস্তার উপর পরে যান ওই যুবক। এরপর ট্রাকটি তাঁর শরীরের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্তুর। 


এই ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। তীব্র যানজটের সৃষ্টি হয় গণ দীপায়ান মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোবরডাঙা এবং হাবড়া থানার পুলিশ।যদিও বিপদ বুঝে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পালিয়ে যায় ঘাতক ট্রাকের চালক। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তা অত্যন্ত সংকীর্ণ হওয়ার কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটছে যশোর রোডে। রাস্তা সংস্কার করে চওড়া করা হলে হয়তো আজ এভাবে এই যুবকের প্রাণ যেত না। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন