Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

নতুন সাজে সেজে উঠেছে পাহাড় কালী মন্দির

 ‌

The-hill-Kali-Mandir-has-been-transformed

শম্পা গুপ্ত : নতুন রূপে সেজে উঠেছে ঝালদার সিলফোর পাহাড় কালী মন্দির। মায়ের দর্শন করতে উঠতে ‌হচ্ছে ১২০ টি ‌সিঁড়ি। কয়েক শতকের পুরনো ঝালদার সিলফোর পাহাড়ের এই কালীপুজো একসময় এক সাধু এখানে ঘটে পুজোর মাধ্যমে শুরু করেন।


পরবর্তীকালে ঝালদা নামোপাড়ার প্রেমচাঁদ মোদকের সহায়তায় এখানে কালীমন্দির নির্মাণ করা হয়। এলাকার তৎকালীন সাংসদ দেবেন মাহাতো সৌন্দর্যায়নের কাজ শুরু হয়। পুরপ্রধান প্রহলাদরাই শর্মার নেতৃত্বে নির্মিত হয় ১০৮ টি ‌সিঁড়ি। বর্তমানে সেখানে ১২০ টি ‌সিঁড়ি নির্মিত হয়েছে। এখন ঝালদা পুরসভার উদ্যোগে নতুন করে সৌন্দর্যায়নের কাজ চলছে। 


বহু প্রাচীন এই মন্দিরের মায়ের পুজো দর্শনের সঙ্গে সঙ্গে গোটা ঝালদা শহরটি এই মন্দিরের উপর থেকে পরিষ্কার দেখা যায়। তাই বহু পর্যটক সেই কারণেও এখানে ঘুড়তে আসেন। বর্তমানে পুজোটা সার্বজনীন হলেও থানা ও পুরসভার সহযোগিতায় পুজো হয়ে আসছে ধুমধাম করে। যদিও করোনা আবহে এবছর প্রশাসনিক নিয়মনীতি মেনে পুজো হচ্ছে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন