Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২২ নভেম্বর, ২০২১

দিনের টুকিটাকি :‌ ২২ নভেম্বর, ২০২১

সরকারি সহায়তা

যেসব পরিবারের একমাত্র উপার্জনকারী দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয়েছে, রাজ্য সরকার এনএফবিএস প্রকল্পের মাধ্যমে সেই পরিবারের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করেছে। সোমবার বনগাঁ পুরসভার পক্ষ থেকে এই প্রকল্পের মাধ্যমে ৪০ হাজার টাকার চেক প্রদান করা হল। পাশাপাশি, পুরসভার পক্ষ থেকে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। এদিন ১৮ জন মহিলাকে এই প্রকল্পের মাধ্যমে সাহায্য করা হয়। পাশাপাশি, পুরসভার পক্ষ থেকে তাঁদের হাতে মিষ্টি এবং শাড়ি তুলে দেওয়া হয়। এ ব্যাপারে বনগাঁ পুরসভার প্রশাসক গোপাল শেঠ জানান, 'মমতা ব্যানার্জীর মস্তিষ্কপ্রসুত এই প্রকল্পকে বাস্তবায়িত করে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য। পাশাপাশি আমরা বনগাঁ পুরসভার পক্ষ থেকে এই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছি। আজ আমরা ১৮ জন মহিলাকে এই প্রকল্পের মাধ্যমে ৪০ হাজার টাকার চেক প্রদান করা হল।'



পুলিশের সঙ্গে বিবাদ 

পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিবাদ বাধলো। আর এই ঘটনায় আহত হয়েছেন একাধিক ব্যক্তি। রবিবার রাতে এই ঘটনার জেরে উত্তেজনার সৃষ্টি হল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এলাকায়। জানা গেছে, ভাটপাড়া থানার ৬ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর ঝিলমাঠ এলাকার বাসিন্দা আলোক করের বাড়িতে তাঁর ছেলে অনিকেতের জন্মদিনের অনুষ্ঠান চলছিল। এরই মধ্যে তাঁর ভাইয়ের স্ত্রীকে নিয়ে অশান্তি বাঁধে। আর তার জেরে অভিযোগ, ভাইয়ের স্ত্রীকে তাঁর বাপের বাড়ির লোকেরা নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই সময় দুই পরিবারের মধ্যে হাতাহাতি বেধে যায়। কয়েকজনকে ঘরের মধ্যে আটকে রাখা হয়। অভিযোগ, গোলমালের খবর পেয়ে ভাটপাড়া থানার এসে মহিলাদের এলোপাথাড়ি মারধোর শুরু করে। আর তাতে ৫ জন মহিলা আহত হন। গোলমাল সামলাতে আসা স্থানীয় তৃণমূল যুব নেতা সন্তুরঞ্জন পালও আক্রান্ত হন। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামলাতে পরে র‌্যাফ নিয়ে ঘটনাস্থলে হাজির হন ভাটপাড়া থানার আইসি অনুপম মন্ডল। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন