Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

‌দিনের টুকিটাকি : ‌২৫ নভেম্বর, ২০২১

 দুয়ারে সরকার

নতুন বছরের শুরুতে রাজ্যে আরও এক দফা দুয়ারে সরকার কর্মসূচির শিবির বসছে। ইতিমধ্যেই এব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দিন কয়েক আগে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে জেলার প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়ে ফের রাজ্যে দুয়ারে সরকারের শিবিরের আয়োজন করা হবে বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আর তারপরই রাজ্য সরকারের পক্ষ থেকে এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়। জানা গেছে, আগামী বছর অর্থাৎ ২০২২ সালের ২ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দুয়ারে সরকারের প্রথম রাউন্ডের শিবির বসবে। এরপর দ্বিতীয় রাউন্ডের শিবির বসবে ২০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত। জমা পরা আবেদনপত্র ২৮ ফেব্রুয়ারির মধ্যে খতিয়ে দেখার কাজ শেষ করতে হবে।


বিজয় দিবস

কৃষি সভ্যতার বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন হল পুরুলিয়ার রবীন্দ্রভবনে। বৃহস্পতিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু, বর্তমান মন্ত্রী সন্ধ্যারানী টুডু, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি, পশ্চিমবঙ্গ কিসান ক্ষেতমজদুর কংগ্রেসের পুরুলিয়া জেলা শাখার সভাপতি প্রসেনজিৎ মাহাতো, জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া, বিধায়ক সুশান্ত মাহাতো সহ দলের নেতা, কর্মীরা। পূর্ণেন্দু বসু বলেন, কৃষি আন্দোলনে তৃণমূল সবসময় কৃষকদের পাশে থেকেছে। লখিমপুর খেরির ঘটনার পরও তৃণমূলই প্রথম সেখানে ছুটে গিয়েছিল। তাঁর বক্তব্য, সিঙ্গুরেও কৃষিজমি রক্ষার আন্দোলনে তৃণমূলের দাবিতে শীলমোহর দিয়েছিল আদালত। তাই ইচ্ছুক, অনিচ্ছুক সমস্ত কৃষক জমি ফেরত পেয়েছেন। কৃষকের স্বার্থেই তাদের সংগঠনকে মজবুত করার দাবি জানান তিনি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন