Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

প্রথা মেনে বনগাঁর রামকৃষ্ণপল্লীর আশ্রমে কুমারী পুজো

 

Worship-the-virgin-in-the-ashram

সমকালীন প্রতিবেদন : চিরাচরিত প্রথা মেনে কুমারী পুজো অনুষ্ঠিত হলো বনগাঁর রামকৃষ্ণপল্লী, রামকৃষ্ণ আশ্রমে৷ এদিন সকালে মহা অষ্টমী পুজোর অঞ্জলি পর্ব শেষ হবার পর শুরু হয় কুমারী পুজো। 


প্রতিবছরই রামকৃষ্ণপল্লীর এই আশ্রমে কুমারী পুজোকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বেলুড় মঠের প্রথা মেনেই এখানেও একই উপাচারে কুমারী পুজো অনুষ্ঠিত হয়। 


আয়োজকেরা জানালেন, দুর্গাপুজোর পাশাপাশি এখানে শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব প্রতি বছর নিয়মিত পালন করা হয়। এদিন কুমারী পুজোতে নিজের মেয়েকে পূজিত হতে দেখে খুশি বাবা সৌমেন্দু ভট্টাচার্য।তিনি জানালেন, 'দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হলো। আশ্রম কর্তৃপক্ষ আমাকে যে সুযোগ দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ৷'






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন