Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

করোনার কারণে হাসনাবাদে বিসর্জনে মিলতে পারলো না দুই দেশ

The-two-countries-could-not-meet-in-abandonment

সৌদীপ ভট্টাচার্য : ‌করোনা স্বাস্থ্যবিধি মেনে উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ থানার  টাকির ইছামতি নদীতে বিসর্জন হলো দেবী দুর্গার। ফলে এবছরও বিসর্জনকে ঘিরে ইছামতী নদীতে মিলতে পারলো না দুই দেশ।


করোনার কথা মাথায় রেখে আগে থেকেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও বসিরহাট জেলা পুলিশ সিদ্ধান্ত নিয়েছিল, এক একটি নৌকাতে আট জনের বেশি পুজো উদ্যোক্তারা উঠতে পারবেন না। পাশাপাশি, উভয় দেশের কেউই তাঁদের সীমানা পেরিয়ে অন্য সীমান্তে ঢুকতে পারবেন না। 


সেই নিয়ম অনুযায়ী আজ, শুক্রবার হাসনাবাদের টাকির ইছামতি নদীতে শুরু হয় বিসর্জন। করোনা স্বাস্থ্যবিধি মেনে এদিন বিসর্জন হয়। পাশাপাশি, পুরনো রীতিনীতি মেনে এদিন প্রথম টাকির জমিদার বাড়ির প্রতিমা বিসর্জন হয়। 


তারপর অন্যান্য প্রতিমা বিসর্জন হয়। প্রায় তিনশ বছর ধরে এই রেওয়াজ চলে আসছে। এদিন ২৬ জন বেহারা টাকির জমিদারবাড়ির প্রতিমা  কাঁধে করে নিয়ে বিসর্জনের জন্য যান। তারপর অন্যা‌ন্য প্রতিমা বিসর্জন হয় এই ইছামতী নদীতে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন