Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২ অক্টোবর, ২০২১

লাদাখে ‌উড়লো পৃথিবীর সবচেয়ে বড় পতাকা

The-largest-flag-in-the-world

দেবাশীষ গোস্বামী : লাদাখে উত্তোলিত হলো খাদির তৈরী পৃথিবীর সবচেয়ে বড় পতাকা। আজ দেশ জুড়ে পালিত হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মদিন। এই উপলক্ষে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান।


সারা দেশের মতো লাদাখেও এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পৃথিবীর সবচেয়ে বড় পতাকা উত্তোলন করেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর আর কে মাথুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবনে।


বিশ্বের সবচেয়ে বড় খাদি কাপড়ের পতাকাটি তৈরি করেছে খাদি ও গ্ৰামোদ্যোগ কমিশন। কমিশনের চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনা বলেন, পতাকাটির দৈর্ঘ্য ২২৫ ফুট ,প্রস্থ ১৫০ ফুট এবং ওজন প্রায় ১৪০০ কেজি। এটির আয়তন ৩৭৫০০ বর্গ ফুট। পতাকাটি তৈরি করতে সময় লেগেছে ৪৯ দিন।


ভারতের স্বাস্থ্যমন্ত্রী মন্সুখ মান্ডবীয় টুইট করে বলেছেন, '‌মহাত্মা গান্ধীর প্রিয় খাদি কাপড়ের তৈরি বিশ্বের সবচেয়ে বড় পতাকা উত্তোলিত হ‌ওয়ার জন্য আজ ভারতের একটি গর্বের দিন। আমি একে স্যালুট জানাই।'




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন