Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১১ অক্টোবর, ২০২১

টি–২০ বিশ্বকাপের পুরস্কার মূল্য ঘোষণা

 ‌

Prize-price-for-T20-World-Cup

দেবাশীষ গোস্বামী :‌ আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এপেক্স কমিটি আসন্ন টি–২০ বিশ্বকাপের পুরস্কার মূল্য ঘোষণা করলো। আসন্ন টি–২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানে। এই বিশ্বকাপে বিজয়ী এবং বিজিত দল কত টাকা পুরস্কার হিসেবে পাবে, সেটা আজ ঘোষণা করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।


এবারে টি–২০ বিশ্বকাপে যে দল চ্যাম্পিয়ন হবে, সেই দল পুরস্কার মূল্য হিসেবে পাবে ১.৬  মিলিয়ন ডলার বা ১২ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ৮০ হাজার মার্কিন ডলার বা ৬ কোটি টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া দুটি দল পাবে ৪০ হাজার মার্কিন ডলার বা তিন কোটি টাকা করে। সুপার ১২ থেকে যে দলগুলি ছিটকে যাবে, তাদের প্রত্যেকটি দল পাবে ৫২ লক্ষ টাকা করে। 


এছাড়াও বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের পুরস্কারের ব্যবস্থা থাকছে। আইসিসি এবারের টি–২০ বিশ্বকাপের জন্য মোট পুরস্কার মূল্য হিসেবে ৫.৬ মিলিয়ন ডলার বা ৪২ কোটি টাকা খরচ করবে।‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন