Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

কবিতা : ‌অঞ্জিষ্ণু


 ‌অঞ্জিষ্ণু        

পীযূষ হালদার 


শোভিত রক্তিম একটা প্রভাত   

আদিত্য উদয় পর্বে পূর্ব দিগন্তে আবির্ভূত। 

ঊষাকাল, মধ্যাহ্ন, অপরাহ্ন

ধনাত্মক উজ্জ্বলতায় উজ্জ্বল।  


আলোর উৎসবে মনোহর সন্ধ্যা, 

দিকে দিকে ছড়িয়ে পড়ছে মৃদুল বায়। 

উহান বৃত্তান্ত পরিবেশিত হচ্ছে জনমাধ্যমে। 

আমরা অস্থির হইনি, পরোয়া করিনি। 

নিকষ আঁধারের অতলে ডুবছে পৃথিবী।

এখন নিরন্ধ্র তামসিক সকাল দুপুর রাত। 


সর্বশক্তিমান তুমি এখনও উদিত হচ্ছ, 

তবুও অন্ধকারের অতলে আমি  আমরা। 


ফুলের গায়েও আলোক ছটায় পাখি 

মুখ তুলে দেখছে ঘুমিয়ে পড়া চাঁদের সুষমা। 

ভোরের রাস্তার ধরে কে যেন এগিয়ে 

আসছে,

তার নরম আঙ্গুলের ছোঁয়া 

সংগোপনে গাছে গাছে ফুল ফুটিয়ে যাচ্ছে।

                             ----------------------------------------





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন