Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৯ অক্টোবর, ২০২১

ক্রিকেট অভিধানে নতুন শব্দ

 

New-word-in-cricket-dictionary

দেবাশীষ গোস্বামী : ক্রিকেটের অভিধানে একটি নতুন শব্দ আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে চলেছে আগামী টি-২০ বিশ্বকাপ থেকে। যেটি আগামী ১৭ অক্টোবর থেকে মরু দেশে শুরু হতে চলেছে।


মহিলা ক্রিকেটের প্রসার বাড়ার সঙ্গে সঙ্গে একটি নতুন সমস্যা দেখা দেয়। মহিলা ক্রিকেটে যারা ব্যাট করেন, তাঁদের ব্যাটসম্যান কেন বলা হবে ? তাদের তো ব্যাটস‌ওমান বলা উচিত। কিন্তু ক্রিকেটের অভিধানে ব্যাটস‌ওমান বলে কোনও শব্দ নেই।


এই সমস্যার সমাধানে এগিয়ে আসেন বৃটেনের অভিজাত ক্লাব এম সি সি বা মেরিলিবোন ক্রিকেট ক্লাব।মুলত এরাই ক্রিকেট সম্বন্ধীয় যাবতীয় নতুন নিয়ম কানুনের বিষয়ে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বা আই সি সি কে সাহায্য করে থাকে। এরাই প্রস্তাব দেয় যে, পুরুষ ও মহিলা উভয় ক্রিকেটেই ব্যাটসম্যানের পরিবর্তে ব্যাটার শব্দটি ব্যবহার করার জন্য। 


এই প্রস্তাবটি আই সি সি অনুমোদন দিয়েছে। আগামী টি-২০ বিশ্বকাপ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। যদিও কিছু সংবাদ মাধ্যম ও ধারাভাষ্যকাররা গত কয়েক বছর ধরেই এই শব্দটির ব্যবহার ইতিমধ্যে শুরু করেছেন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন