Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

‌দিনের টুকিটাকি :‌ ২৫ অক্টোবর, ২০২১

 ঋণদান কর্মসূচি

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাহায্য করতে এগিয়ে এলো পুরুলিয়ার একটি রাষ্ট্রায়াত্ব ব্যাংক। সোমবার চাষ মোড়ে পথসাথীতে ব্যাঙ্কের শাখা থেকে ঋণদান কর্মসূচি নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার অনিল কুমার ও চাষ মোড় ব্যাংকের ম্যানেজার সহ ব্যাংকের অন্যান্য আধিকারিকরা। এদিন ৩৮ টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রত্যেকটি গ্রুপকে দেড় লক্ষ টাকা করে ঋণ দেওয়া হয়। এদিন মোট ৫৭ লক্ষ টাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেওয়া হয়। এই টাকা দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পশুপালন, ছোট ছোট দোকান সহ নানা ব্যবসা করতে পারবেন। এই লোনদান  কর্মসূচিতে ৪১৪ জন বেনিফিসারী উপকৃত হবেন। ব্যঙ্কের রিজিওনাল ম্যানেজার অনিল কুমার বলেন, এই কর্মসূচির মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সহযোগিতা করতে ব্যাংক পাশে রয়েছে। পুরুলিয়া জেলাতে এই ব্যাংকের মাধ্যমে প্রচুর স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা উপকৃত হচ্ছেন। ‌



ব্যবসায়ীর দেহ

সোমবার সকালে এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার পশ্চিম খিলখাপুর এলাকায়। মৃতের নাম লিয়াকত আলি। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাতে হাজার পঞ্চাশ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন লিয়াকত। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা সারা এলাকায় খোঁজাখুঁজি করেও লিয়াকতের সন্ধান মেলে না। এরপর সোমবার সকালে স্থানীয় বাগানে পায়ে দড়ি বাঁধা অবস্থায় লিয়াকত আলির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এমন কি তার গায়ে সব সময় থাকা ওড়নাটাও নিখুঁতভাবে জড়ানো ছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবী। মৃতের পরিবার ও স্থানীয় পঞ্চায়েতের উপ প্রধানের দাবী, এটি আত্মহত্যার ঘটনা নয়। বরং তাঁদের অভিযোগ, এটি একটি পরিকল্পিত খুন। পুলিশ জানিয়েছে, ব্যবসায়ীক কোনও শত্রুতা, না কি পারিবারিক গন্ডগোলের জেরে এই মৃত্যু, তা তদন্ত করে দেখা হচ্ছে। কোনও ব্যবসায়ীক শত্রুতা থেকে তাঁকে খুন করা হতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন