সমকালীন প্রতিবেদন : নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে সাত উইকেটে হেরে চাপে পড়েছে ভারতীয় দল। এই হারের ফলে সিরিজ এখন ১–১ সমতায়। কেএল রাহুলের দুরন্ত শতরানের সৌজন্যে ২৮৪ রান তুললেও শেষ পর্যন্ত ম্যাচ জেতা সম্ভব হয়নি ভারতের। আর এই পরাজয়ের পরেই দলের একাধিক সিনিয়র ও তরুণ ক্রিকেটারের দিকে সমালোচনার তির ছুড়েছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে।
ম্যাচ শেষ হওয়ার পর কোনও রাখঢাক না করেই রোহিত শর্মা ও নীতীশ কুমার রেড্ডির নাম করে হারের দায় তাঁদের কাঁধে চাপান দুশখাতে। তাঁর স্পষ্ট বক্তব্য, পর্যাপ্ত ক্রিকেট না খেলায় রোহিত ছন্দ হারিয়েছেন এবং নীতীশ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হচ্ছেন। প্রথম এক দিনের ম্যাচে ২৬ ও দ্বিতীয় ম্যাচে ২৪ রান করেন রোহিত। দুই ম্যাচেই বড় ইনিংস খেলতে না পারায় তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন সহকারী কোচ।
দুশখাতের ব্যাখ্যা অনুযায়ী, সিরিজের মাঝখানে পর্যাপ্ত ম্যাচ না খেলার ফলেই রোহিত সমস্যায় পড়ছেন। তাঁর কথায়, “দুটো ম্যাচেই নতুন বলের জন্য উইকেট আদর্শ ছিল না। ব্যাট করা সহজ ছিল না। প্রথম ম্যাচ থেকেই লক্ষ্য করেছি, আগের মতো সাবলীল দেখাচ্ছিল না রোহিতকে। সিরিজের মাঝে নিয়মিত ক্রিকেট না খেললে এমনটাই হয়।”
যদিও বোর্ডের নির্দেশ মেনে বিজয় হাজারে ট্রফিতে দু’টি ম্যাচ খেলেছিলেন রোহিত এবং ফিটনেস নিয়ে যথেষ্ট পরিশ্রমও করেছেন। তাই তাঁকে নিয়ে এমন মন্তব্যে অনেকেই বিস্মিত। তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকেও কাঠগড়ায় তুলেছেন দুশখাতে। তাঁর মতে, ম্যাচে নামলেও নীতীশ পরিশ্রমের ঘাটতি রাখছেন এবং সুযোগ কাজে লাগাতে পারছেন না।
“যে পরিস্থিতিতে ব্যাট করতে নেমেছিল, অনায়াসে ১৫ ওভার খেলতে পারত। ধারাবাহিক হতে চাইলে এই সুযোগগুলো কাজে লাগাতেই হবে,” বলেন দুশখাতে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, অলরাউন্ডার হিসেবে খেলিয়েও কেন তাঁকে দুই ওভারের বেশি বল করানো যাচ্ছে না।
তবে একেবারে উল্টো সুর শোনা গিয়েছে রবীন্দ্র জাডেজাকে নিয়ে। সাম্প্রতিক ম্যাচগুলোতে উইকেট না পেলেও তাঁকে নিয়ে আশাবাদী দুশখাতে। তাঁর দাবি, জাডেজার পরিসংখ্যান দুর্দান্ত এবং বর্তমানে উইকেট না পেলেও বলের গতি ও নিয়ন্ত্রণ আগের চেয়ে ভাল হচ্ছে। এছাড়াও ম্যাচে আরও একজন স্পিনার না খেলানোর সিদ্ধান্ত নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন সহকারী কোচ।
তাঁর মতে, এই পিচে অতিরিক্ত স্পিনার থাকলে ফল ভিন্ন হতে পারত। সব মিলিয়ে রোহিতের তীব্র সমালোচনা করলেও শেষ পর্যন্ত দুশখাতে এটুকু স্বীকার করেছেন যে, রোহিত কখনও নিজের স্বার্থে খেলেন না। তবে তৃতীয় এক দিনের ম্যাচেও ব্যর্থ হলে অধিনায়কের জায়গা নিয়ে প্রশ্ন যে আরও জোরালো হবে, তা বলাই বাহুল্য।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন