Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

‌দিনের টুকিটাকি : ‌৩১ অক্টোবর, ২০২১

ধৃত বাংলাদেশী

চোরাপথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হল ২ বাংলাদেশি মহিলা। তাদের টাকার বিনিময় চোরাপথে এদেশে আনার অভিযোগে এক দালালকে গ্রেপ্তার করেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ। শনিবার সন্ধেয় তাদের গোপালনগর থানার গঙ্গানন্দপুর চারাতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে৷ পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশি মহিলাদের নাম সুরাইয়া শেখ, সোনিয়া শেখ ও ভারতীয় দালালের নাম ইনসান শেখ। ধৃতদের বাড়ি বাংলাদেশের যশোর জেলায়। ধৃত দালালের বাড়ি নদীয়া জেলার ঝিতকাপোতা রেলগেট এলাকায়।



গ্রামীণ সম্পদ

পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের (V.R.P)  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার রঘুনাথপুর কলেজের অডিটরিয়ামের এই সভায় গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের বিভিন্ন কাজ ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এদিন রঘুনাথপুর ১, ২ নম্বর, কাশীপুর, পাড়া, নিতুরিয়া ও সাঁতুড়ি–  এই ছয়টি ব্লকে কর্মরত গ্রামীণ সম্পদ কর্মীরা এই অনুষ্ঠানে যোগদান করেন। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পুরুলিয়া জেলার পরিবহন দপ্তরের সদস্য হাজারী বাউরি, V.R.P সংগঠনের জেলা সম্পাদক শিবনাথ চৌধুরী, গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের রঘুনাথপুর ১ নং ব্লকের সভাপতি চন্দন আচার্য, ২ নং ব্লকের সভাপতি অম্লান মুখার্জী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকাশ সিংদেও, সাদ্দাম হুসেন, হিমাংশু মণ্ডল, সূর্য চক্রবর্তী প্রমুখ। এদিকে, এদিন পুরুলিয়া বৈদ্য সমাজের পক্ষ থেকে পুরুলিয়ার মুনসেফডাঙার একটি ধর্মশালায় বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন