Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১১ অক্টোবর, ২০২১

এক টুকরো কাশ্মীর উঠে এসেছে পুরুলিয়ার পুজোয়

 ‌

A-piece-of-Kashmir

শম্পা গুপ্ত : এ যেন ছোট্ট এক টুকরো কাশ্মীর। পুরুলিয়া শহরের শরৎ সেন কম্পাউন্ড সার্বজনীন ‌পুজো কমিটির এবারের থিম কাশ্মীর। মা দুর্গা সহ গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী সকলেই কাশ্মীরি পোশাকে ডাল লেকের ধারে দাঁড়িয়ে। এটাই এবার পুজোর থিম পুরুলিয়ার ওই পুজো কমিটির। 


রবিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভার্চুয়াল পদ্ধতিতে এই পুজোর উদ্বোধন করেন। পুজো উদ্যোক্তাদের পক্ষে থেকে রঞ্জিত দত্ত জানান, কাশ্মীরের থিমে একদিকে যেমন মণ্ডপ সাজানো হয়েছে অন্যদিকে মণ্ডপে কাশ্মীরি শাল বিক্রি থেকে শুরু করে কাশ্মীরি মশলা বিক্রিরও ব্যবস্থা করা হয়েছে। কাশ্মীরি সমস্ত রকমের ফ্লেভারকে তুলে ধরতে এমন আয়োজন উদ্যোক্তাদের। পুরুলিয়া জেলার মানুষের নজর কাড়বে এবারের এই পুজোর আয়োজন, এব্যাপারে নিশ্চিত উদ্যোক্তারা। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন