Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

সোনার চেন ছিনতাই করে পালানো ছিনতাইবাজকে ধরলেন অ্যাম্বুলেন্স চালক

 ‌

The-ambulance-driver-caught-the-snatcher

সমকালীন প্রতিবেদন : ‌এক ছিনতাইবাজকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন অ্যাম্বুলেন্স চালক। এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালানোর সময় তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইবাজকে ধরেন। উত্তর ২৪ পরগনার হাবরা বাজার এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, হাবড়ার যশোর রোডের পাশে এক মহিলা হেঁটে যাচ্ছিলেন। এই সময় এক ছিনতাইবাজ ওই মহিলার গলা থেকে সোনার চেন এক ঝটকায় ছিঁড়ে নিয়ে স্টেশনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

এই সময় পোস্ট অফিস রোডের সামনে দিয়ে হাসপাতালের দিতে যাচ্ছিলেন হাবরা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক সত্যজিৎ বারুই। মানুষের চিৎকার শুনে বিষয়টি বুঝে নিয়ে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে দৌড়ে গিয়ে ছিনতাইবাজকে ধরে ফেলেন সত্যজিৎ। 


এরপর ওই ছিনতাইবাজের কাছ থেকে উদ্ধার হয় ওই মহিলার গলা থেকে ছিনতাই করা সোনার চেনটি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইবাজকে আটকে পুলিশের হাতে তুলে দিয়ে সত্যজিৎ যে সাহসিকতার পরিচয় দিলেন, তাতে গর্বিত তাঁর বন্ধুরা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন