Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

কবিতা : উদ্বাস্তু ওরা

 


উদ্বাস্তু ওরা 

দ্বিতীয়া গোস্বামী


ওরা আজ বাতিলের তালিকায়, তবে

ওদের বাতিল করার বাতলামো মারতে গিয়ে,

সাম্প্রদায়িকতার তরী তীরে এসে ডুবতে বসেছে 

বংশ বিস্তারের জ্বালা ওদেরকেও পোড়ায়;

তবে তাতে ওদের থেকে কালের নিয়মের হাত                          

বেশি হয়েও চোখে পড়ছে না কারও-

    

স্বদেশ বিতাড়িত হওয়ার যন্ত্রণা কি-

মনের কোথাও অগ্নি লেলিহান এর মতো

দাউ দাউ করে জ্বলে না ওদের?

    

প্রতিদিনের সংগ্রাম চোখের জল হয়ে 

ভাতের থালায় পড়তে পড়তে,

নির্মেদ গলা বেয়ে পেটের জ্বালা মেটায়;

   

হুমকি ,চোখরাঙানি, অশালীনতার আঁচড়

ওদের এখন ডরায় না-বরং

তারা আব্রু হয়ে ছেঁড়া পোশাকের ভূমিকা নিয়েছে।

    

তবে অভিযোজনের ক্ষমতা আছে বলতেই হবে ! 

অসহায়তার আঘাত সহ্য করেও

বিলুপ্তির পথে পা বাড়ায়নি এখনও।

     

দেশত্যাগের বিভীষিকা রাশি রাশি চাহনির-

এপার ওপার করার তাড়া

অথৈ জলে সব হারানোর আফসোস-

শুধুই অশনিসংকেত নয় বোধহয়!

    

নেহাত নতুন নয় ,যুগে যুগে ওদের অস্তিত্ব 

গণকবরের মাটি ছেয়েছে।

অস্তমিত সূর্যের আলো নতুন করে ,

লড়াই করার শক্তি যুগিয়েছে আজীবন।।

                                   -------------------------------



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন