Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

দিনের টুকিটাকি : ‌৮ সেপ্টেম্বর, ২০২১

স্কুটি দুর্ঘটনা

স্কুটির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগায় মৃত্যু হল এক গৃহবধূর। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে গাইঘাটা থানা এলাকার যশোর রোডের উপর। জানা গেছে, এদিন সকালে স্বামী প্রসেনজিৎ সরকারের সঙ্গে স্কুটিতে করে বিশেষ কাজে বেরিয়েছিলেন স্ত্রী ছন্দা সরকার। গাইঘাটা বাজার এলাকায় আসার পর একটি ছোট ট্রাককে ওভারটেক করতে গিয়ে স্কুটিটির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। আর তাতে রাস্তার উপর পরে যান ছন্দাদেবী। এরপর ওই ট্রাকের চাকাতেই পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।


পুরোহিত ভাতা

পুরোহিত ভাতার দাবিতে বীরভূমের জেলাশাসকের দ্বারস্থ হলেন সিউড়ির পুরোহিতেরা। বছর দুয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের পুরোহিতদের প্রতি মাসে পুরোহিত ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন। কিন্তু সেই পুরোহিত ভাতার জন্য যেসব পুরোহিতদের নাম নথিভুক্ত করা হয়েছিল, তাঁরা সহ অন্যান্যরাও এখনও পর্যন্ত কোনওরকম ভাতা পাননি। এমনটাই অভিযোগ বীরভূমের সিউড়ি শহর এবং তার পার্শ্ববর্তী এলাকার পুরোহিতদের। এই অভিযোগের ভিত্তিতেই বুধবার ওই পুরোহিতেরা একত্রিত হয়ে বীরভূমের জেলা শাসকের দ্বারস্থ হন। তাঁদের দাবি, অবিলম্বে প্রতিশ্রুতি অনুযায়ী পুরোহিত ভাতা চালু করতে হবে। অন্যথায় আগামী দিনে যেকোনও ধরনের পুজোতে সিউড়ি শহরের পুরোহিতেরা অংশগ্রহণ করবেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন