Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৮ আগস্ট, ২০২১

জেলা সভাপতি বদল হতেই তৃণমূলের জেলা কার্যালয়ে তালা পরলো

 ‌

Trinamool-district-office-locked

সমকালীন প্রতিবেদন : পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটিতে রদবদলের পরই তালা পড়ল জেলা তৃণমূল কার্যালয়ে। এই ঘটনার পর এই মুহূর্তে জেলা তৃণমূল কার্যালয় বলে কিছু নেই। কর্মীদেরও দেখা পাওয়া যাচ্ছে না। এই ঘটনা পুরুলিয়া জেলার দুলমী জেলা কার্যালয়ের। আর এই ঘটনাকে ঘিরে জেলা তৃণমূলের আভ্যন্তরীণ মনোমালিন্য প্রকাশ্যে এলো। 

সোমবার, ১৬ আগষ্ট গোটা রাজ্যের সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলা তৃণমূলে আমূল পরিবর্তন হয়। বদল করা হয় জেলা সভাপতি, মহিলা সভাপতি, যুব সভাপতি, চেয়ারম্যান সহ একাধিক পদাধিকারীদের। এরপর সোমবার রাত থেকেই কার্যত তালাবন্ধ হয় জেলা তৃণমূল কার্যালয়। যার ফলে সুনসান জেলা কার্যালয়। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে জেলা তৃনমুল নেতৃত্ব। 

অবশ্য এই বিষয়ে জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি গুরুপদ টুডু জানান, 'ওই জেলা তৃণমূল কার্যালয়টি তাঁর ব্যক্তিগত। এখন তিনি জেলা সভাপতির দায়িত্বে নেই‌। তাই ওই কার্যালয়টিও বন্ধ করে দিয়েছি।' গুরুপদবাবু আরও জানান যে, তিনি দলের সৈনিক। দল যেভাবে নির্দেশ দেবে, তিনি সেইভাবেই কাজ করবেন। নতুন জেলা সভাপতি কোন অফিসে বসবেন, জিজ্ঞাসা করলে গুরুপদবাবু জানান, এটা ‌তাঁর ব্যাক্তিগত ব্যাপার। এ বিষয়ে আমি কোনও মন্তব্য করবো না।'


‌এই ঘটনার পর এই মুহূর্তে পুরুলিয়া জেলায় তৃণমূলের জেলা কার্যালয় বলে আর কিছু নেই।  বাইরে চেয়ার ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। এমনকি বিভিন্ন পত্রিকা পড়ে রয়েছে মূল দরজার গেটে । দেখা গেল না কোনও নিরাপত্তারক্ষীকেও। তাহলে কি রদবদলের পরই মনোমালিন্যের জেরেই তালা ঝুলল জেলা কার্যালয়ে ? নাকি এটা গোষ্ঠীদ্বন্দের জের ? উঠছে প্রশ্ন।‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন