Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

আজকের দিনটি : ১৩ আগস্ট ২০২১

Today-is-the-day

আজকের দিনটি 


জাতীয় প্রেক্ষিত : 

১) ১৮৯১ খ্রিস্টাব্দে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করার অপরাধে মণিপুরের রাজ পরিবারের সন্তান টিকেন্দ্রজিৎ সিং, জেনারেল থেঙ্গাল ও আগনেস সেনাকে ফাঁসি দেওয়া হয়।

 লন্ডনে অরবিন্দ ঘোষ 'লোটাস এন্ড ড্যাগার' নামে একটি গুপ্ত সমিতির সদস্য হন। পরে তিনি এর সম্পাদক নির্বাচিত হন। 

২) ১৯০৬ খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষের গুপ্ত দলের সদস্য হেমচন্দ্র কানুনগো অস্ত্র প্রস্তুত ও বিপ্লবী দলের কাজ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভের জন্য পৈতৃক সম্পত্তি বিক্রির টাকায় ইউরোপ যান।

৩) ১৯৪২ খ্রিস্টাব্দে ভারতছাড়ো আন্দোলন চলাকালীন কলকাতায় প্রথম রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়। ধর্মঘটী ছাত্ররা শোভাযাত্রা করে ওয়েলিংটন স্কোয়ারে সমবেত হলে সশস্ত্র পুলিশের দল জনতার ওপর আক্রমণ করে।

৪) ১৯৪৬ খ্রিস্টাব্দে জওহরলাল জিন্নাকে লিখিতভাবে জানান যে, তিনি যেন অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভায় তাঁর মনোনীত পাঁচজনকে মন্ত্রিসভায় যোগ দিতে দেন।

৫) ১৯৫৬ খ্রিস্টাব্দে জাতীয় সড়ক বিল লোকসভায় গৃহীত হয়।

৬) ১৯৯৩ খ্রিস্টাব্দে কোলার স্বর্ণখনিতে অবিরাম ক্ষতির জন্য সরকার খনি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। 

মাদার টেরিজা প্রথম 'রাজীব গান্ধী জাতীয় সদভাবনা পুরস্কার' লাভ করেন।

৭) আজকের দিনটি শ্রীদেবী, অনিতা রাজ, বৈজ্য়ন্তীমালা, ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত প্রমুখের জন্মদিন।


আন্তর্জাতিক প্রেক্ষিত : 

১) ১৬৪৫ খ্রিস্টাব্দে সুইডেন ও ডেনমার্ক ব্রোমসেব্লো'র শান্তি চুক্তি স্বাক্ষর করে।

২) ১৭৯২ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ষোড়শ লুইকে দোষী সাব্যস্ত করে ন্যাশনাল ট্রাইব্যুনাল তাঁকে গ্রেফতার করে।

৩) ১৮৮৬ খ্রিস্টাব্দে পেরুতে ভয়াবহ ভূমিকম্পে ২৫০০০ এরও বেশি মানুষের মৃত্যু হয়।

 ১৯৬০ খ্রিস্টাব্দে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

৪) আজকের দিনটি রাশিয়ার দার্শনিক ভ্লাদিমির ওডোয়েভস্কি, ইংরেজ ঐতিহাসিক গোল্ডউইন স্মিথ এর জন্মদিন। 

** আজকের দিনটি আন্তর্জাতিক বামহস্ত দিবস ও আন্তর্জাতিক অঙ্গদান দিবস।


সংকলক : স্বপন ঘোষ



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন