Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৯ আগস্ট, ২০২১

আজকের দিনটি : ৯ আগস্ট ২০২১

Today-is-the-day

আজকের দিনটি


জাতীয় প্রেক্ষিত : 

১) ১৭৬৩ খ্রিস্টাব্দে বাংলার নবাব মিরকাশিম ইংরেজদের ওপর দেশীয় বণিকদের সমান শুল্ক ধার্য করলে ইংরেজরা দিতে অস্বীকার করে। তখন ক্ষুব্ধ নবাব সকলের ওপর থেকে শুল্ক তুলে দিলে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়ে ইংরেজরা নবাবের রাজ্য আক্রমণ করে।

২) ১৮৯৭ খ্রিস্টাব্দে প্লেগ কমিশনার রান্ড ও সামরিক অফিসার আয়ার্স্টকে হত্যার অভিযোগে পুনায় দামোদর হরি চাপেকরকে গ্রেপ্তার করা হয়। 

৩) ১৯২৫ কাকোরি রেল ডাকাতির ঘটনা ঘটে।

৪) ১৯২৯ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িকতার প্রশ্নে গান্ধীজীর সঙ্গে মহম্মদ আলি জিন্নার সাক্ষাৎ। 

৫) ১৯৭৫ খ্রিস্টাব্দে কলকাতা দূরদর্শন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। 

৬) ১৯৮৭ খ্রিস্টাব্দে সীমান্ত গান্ধী আব্দুল গফ্ফর খানক 'ভারতরত্ন'‌ উপাধি দেওয়া হয়।

৭) ১৯৯৩ খ্রিস্টাব্দে দিল্লি সহ উত্তরভারত ভূমিকম্পে কেঁপে ওঠে।


আন্তর্জাতিক প্রেক্ষিত : 

১) ১৮৩০ খ্রিস্টাব্দে দশম চার্লসকে সরিয়ে লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে বসেন। 

২) ১৯৪৫ খ্রিস্টাব্দে জাপানের নাগাসাকিতে Fat Man নামে পরমাণু বোমা ফেলে আমেরিকা।

৩) ১৫৭৫ খ্রিস্টাব্দে USSR MARS 7 নামে উপগ্রহ উৎক্ষেপন করে।

৪) ১৯৩০ খ্রিস্টাব্দে কানাডিয়ান অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ জ্যাকস প্যারিজু জন্মগ্রহণ করেন।


সংকলক : স্বপন ঘোষ



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন