Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

আজকের দিনটি : ৬ আগস্ট ২০২১

 

Today-is-the-day

আজকের দিনটি


জাতীয় প্রেক্ষিত : 

১) ১৮৬২ খ্রিস্টাব্দে মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়।

২) ১৮৯৭ খ্রিস্টাব্দে রাজদ্রোহমূলক প্রবন্ধ লেখার অভিযোগে বালগঙ্গাধর তিলকের বিচার শুরু হলে ইউরোপীয় জুরিরা তিলককে দোষী সাব্যস্ত করায় বিচারপতি স্ট্রাচি দেড় বছরের জন্য তাঁকে সশ্রম কারাদণ্ড দেন। 

৩) ১৯০৬ খ্রিস্টাব্দে বিপিনচন্দ্র পালের সম্পাদনায় ইংরেজি দৈনিক '‌বন্দেমাতরম' পত্রিকার প্রথম প্রকাশ। এই পত্রিকার সঙ্গে যুক্ত হন অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাশ ও সুবোধচন্দ্র মল্লিক।

৪) ১৯০৯ খ্রিস্টাব্দে আলিপুর বোমা মামলায় (১৯০৮) অভিযুক্ত বিপ্লবী অশোক নন্দীর প্রেসিডেন্সী জেলে জীবনবসান ঘটে। 

৫) ১৯২৫ খ্রিস্টাব্দে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবনবসান ঘটে।

৬) ১৯৫৯ খ্রিস্টাব্দে তিব্বত প্রসঙ্গ নিয়ে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু লোকসভায় দীর্ঘ বিবৃতি দেন। 

৭) ২০১৯ খ্রিস্টাব্দে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শ্রীমতি সুষমা স্বরাজের জীবনবসান ঘটে। 


আন্তর্জাতিক প্রেক্ষিত : 

১) ১৭৭৭ খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অধীনে ইংরেজ ও আমেরিকানদের মধ্যে রক্তাক্ত ওরিসক্যানির যুদ্ধ হয়। 

২) ১৮০৯ খ্রিস্টাব্দে বিখ্যাত ইংরেজ কবি আলফ্রেড লর্ড টেনিসন জন্মগ্রহণ করেন। 

৩) ১৮৭০ খ্রিস্টাব্দে ইতিহাস বিখ্যাত ফ্রাঙ্কো-প্রাশিয় যুদ্ধের পরিসমাপ্তি হয় এবং ফ্রান্সকে পরাজিত করে প্রাশিয়া। 

৪) ১৯৪৫ খ্রিস্টাব্দে জাপানের হিরোসিমাতে আমেরিকা ‌'Little Boy' নামে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটায়–যাতে ৭০,০০০ এরও বেশি মানুষ তাৎক্ষণিকভাবে মারা যায়। 

৫) ১৯৬০ খ্রিস্টাব্দে কিউবার বিপ্লব চলাকালে কিউবান সরকার আমেরিকা ও অন্য দেশের অধিকৃত সম্পত্তি জাতীয়করণ করে। 

৬) ২০১২ খ্রিস্টাব্দে নাসা'র 'Curiosity Rover Land' মিশন মঙ্গল গ্রহে পদার্পণ করে।

** আজকের দিনটি বলিভিয়া ও জামাইকার স্বাধীনতা দিবস। 

** জাপানে প্রতি বছর এই দিনটি 'হিরোসিমা পিস মেমোরিয়াল দিবস' হিসাবে পালিত হয়। 

৭)‌ ১৯২৬ খ্রিস্টাব্দে নিউইয়র্ক এর ১৯ বছর বছর বয়সী মেয়ে গারট্রুড এডারলে প্রথম মহিলা হিসাবে সাঁতরে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন এবং তিনি ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সমস্ত পুরুষ সাঁতারুর চেয়ে দু'ঘন্টা কম সময়ে এই কৃতিত্ব অর্জন করেন। আমেরিকাতে তিনি 'Queen of the Waves'‌ নামে পরিচিত।

সংকলক : স্বপন ঘোষ

                                                  -----------------------------------------



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন