Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৪ আগস্ট, ২০২১

দিনের টুকিটাকি : ‌১৪ আগস্ট, ২০২১

উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলা

স্বাধীনতার ৭৫তম বর্ষ পূর্তির আগের দিন উদ্ধার হল দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়কার একটি গোলা। বীরভূম জেলার কাঁকড়তলা থানার নবসন গ্রামের অজয় নদের চর থেকে উদ্ধার হয় এই গোলাটি । স্থানীয় সূত্রে জানা গেছে, নবসন গ্রামের কয়েকজন যুবক অজয় নদীতে স্নান করতে গিয়ে একটা ভারী লোহার সিলিন্ডার দেখতে পান। প্রায় এক টন ওজনের ভারী লোহার সিলিন্ডার ভেবে নদী থেকে ডাঙায় তুলে সেটিকে দেখে তাঁদের মনে সন্দেহ হয়। তারপর কাঁকড়তলা থানায় খবর দিলে পুলিশ এসে স্থানীয়দের সরিয়ে বস্তুটিকে নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করে। মেটাল বোমা সহ জায়গাটিকে বালির বস্তা দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়। কাঁকড়তলা থানার ওসি জাহিদুল ইসলাম জানান, বিষয়টি জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে ও বীরভূম জেলা প্রশাসনকে জানানো হয়েছে। বস্তুটি দেখে পুলিশের প্রাথমিক ধারণা, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়কার একটি গোলা। উদ্ধার হওয়া বস্তুটি দেখতে মানুষের ভিড় উপচে পড়ে এলাকায়। উল্ল্যেখ্য, কয়েকমাস আগে এইরমই মেটাল বোমা পাওয়া গিয়েছিল দুবরাজপুর থানার লোবা গ্রামের নদীর চরে।


বিনামূল্যে করোনা ভ্যাকসিন 

শতাধিক মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিল বারাসত স্টার রয়্যাল অ্যাসোসিয়েশন। শনিবার সংস্থার উদ্যোগে কলোনী মোড় সংলগ্ন ক্লাব প্রাঙ্গনে এই শিবিরের আয়োজন করা হয়। প্রায় শতাধিক মানুষকে এদিন সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে তারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ বিবর্তন সাহা, শঙ্খ সেবা ফোরামের কর্ণধার শঙ্খ চ্যাটার্জি, ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার্স ফোরামের কর্ণধার অপূর্ব ঘোষ সহ বহু বিশিষ্টজন। শুধু ভ্যাকসিন নয়, ১৬ আগস্ট বারাসতের বিভিন্ন বাজারে সাধারণ মানুষের মধ্যে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টেরও ব্যবস্থা করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। এদিন এই কর্মসূচি নিয়ে সংগঠনের কর্ণধার রাজীব চক্রবর্তী, শান্তনু দে রায় জানান, সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে থেকে অনুমতি নিয়েই এদিন এই শিবিরের আয়োজন করা হয়েছিল। মহামারীর এই সময়ে কিছু মানুষ যাতে বিনামূল্যে ভ্যাকসিন পান, তারজন্যই এই উদ্যোগ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন