Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

দিনের টুকিটাকি, ৫ আগস্ট, ২০২১

 বনগাঁ পুরসভার আর্থিক সহায়তা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত বনগাঁর মা–ছেলের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দি বনগাঁ পুরসভা। বৃহস্পতিবার পরিবারের সদস্যদের হাতে এদিন ৫০ হাজার করে মোট এক লক্ষ টাকার চেক তুলে দেন পুরসভার প্রশাসক গোপাল শেঠ। উল্লেখ্য, গত ৩০ জুলাই সকালে বনগাঁর ট–বাজার এলাকার বাসিন্দা ঋষভ অধিকারী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে রক্ষা করতে এলে তাঁর মা মিতা অধিকারীরও একই পরিস্থিতি হয়। এই ঘটনায় দুজনেরই মৃত্যু হয়। মর্মান্তিক এই দূর্ঘটনার পর বনগাঁ পুরসভার প্রশাসক মন্ডলী ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী এদিন পুরসভায় পরিবারের সদস্যদের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন পুর প্রশাসক গোপাল শেঠ। এই প্রসঙ্গে তিনি বলেন, 'ঋষভ এবং তাঁর মায়ের এই অকাল মৃত্যুর ঘটনায় আমরা সবাই শোকাহত। মমতা ব্যানার্জী আমাদের শিখিয়েছেন বিপদজের সময় মানুষের পাশে থাকতে। সেই অনুযায়ী ওই পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি।'‌


কলেজের তৃতল ভবন উদ্বোধন

উত্তর ২৪ পরগনার বাগদা থানার হেলেঞ্চা ড. বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে নবনির্মিত তিন তলা ভবন, ছাত্র সংসদ কক্ষ এবং ছাত্রদের কমন রুমের উদ্বোধন হল। পাশাপাশি এদিন কৃতি ছাত্রছাত্রীদেরকে স্কলারশিপ ও শংসাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মেন্টর গোপাল শেঠ। এছাড়াও উপস্থিত ছিলেন  কলেজের অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাস, এসডিপিও সুকান্ত হাজরা, ওসি উৎপল সাহা, জেলা পরিষদের সদস্য পরিতোষ সাহা, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, কলেজ পরিচালন কমিটির সদস্য নকুলচন্দ্র হীরা, রাম চন্দ্র বসু, হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত প্রধান চায়না বিশ্বাস প্রমুখ। কলেজের ছাত্রছাত্রীদের লেখাপড়ায় আরও উদ্বুদ্ধ করতে এবং দুঃস্থ ও কৃতি ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ৫০ হাজার টাকা দেবার কথা ঘোষণা করেন গোপাল শেঠ। পাশাপাশি, কলেজের সামগ্রীক উন্নয়নে যাতে আরও ১ কোটি টাকা সরকারি অনুদান আনা সম্ভব হয়, তার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন