Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

দিনের টুকিটাকি : ‌২২ জুলাই ২০২১

 গোবরডাঙায় চালু মা ক্যান্টিন 

উত্তর ২8 পরগনা গোবরডাঙা পুরসভার উদ্যোগে বৃহস্পতিবার থেকে চালু হল মা ক্যান্টিন। সূচনা করলেন পুর প্রশাসক সুভাষ দত্ত। পুর এলাকার সহায় সম্বলহীন দরিদ্র মানুষদের হাতে প্রতিদিন সুলভে এই ক্যান্টিন থেকে দুপুরে ও রাতে খাবার তুলে দেওয়া হবে। দুপুরের আহারের জন্য সকাল ১১ টার মধ্যে এবং রাতের আহারের জন্য সন্ধে ৬ টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে। খাবারের তালিকায় থাকছে ভাত, ডাল, আলু চোখা সঙ্গে ডিম অথবা মাছ অথবা মাংস। প্রথম দিন প্রায় হাজার জন অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন পুর প্রশাসক। গোবরডাঙা শহর উন্নয়ন কমিটির সভাপতি শংকর দত্ত বলেন, 'মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর‌ ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্য জুড়ে চালু হয়েছে জনমুখী এই পরিষেবা। আমাদের পুর এলাকাতাকে এই পরিষেবা আজ থেকে চালু হল।'‌ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা পরিচালিত এই ক্যান্টিনের রান্না ও খাবার পরিবেশনের দেখভাল করবেন মহিলারাই।


নিয়োগের দাবিতে সরব চাকরিপ্রার্থীরা

দ্রুত নিয়োগের দাবিতে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বারাসতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে ফের জড়ো হলেন ২০০৯ সালের প্রাইমারির চাকরি পদ প্রার্থীরা। তাঁদের অভিযোগ, ২০০৯ সাল থেকে দীর্ঘ ১২ বছর ধরে তাঁরা বঞ্চিত। আদালতের নির্দেশে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর থেকে ছয় মাস কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো নিয়োগপত্র তাঁরা পাননি। আজ তাঁরা প্রাথমিক বিদ্যালয় সংসদ ভবনে উপস্থিত হয়েছেন দ্রুত নিয়োগপত্রের দাবিতে। চাকরি প্রার্থীরা জানিয়েছেন, বারাসত থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উপস্থিতিতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের সঙ্গে তাঁদের কথা হয়েছে। চেয়ারম্যান তাঁদের আশ্বস্ত করেছেন, দ্রুত সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের নিয়োগপত্র দেওয়া হবে। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর কাছে চাকরিপ্রার্থীরা আবেদন জানিয়েছেন, মহামান্য আদালতের নির্দেশ মেনে দ্রুত তাঁদের নিয়োগপত্র দিয়ে দীর্ঘ ১২ বছরের যন্ত্রণা থেকে তাঁদের মুক্তি দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন