Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

অনন্ত চেতনার নাম বাইসাইকেল

 

অনন্ত চেতনার নাম বাইসাইকেল

দিব্যেন্দু ঘোষ : বাইসাইকেল শুধুমাত্র একটি বাহন নয়। অনন্ত চেতনার নাম বাইসাইকেল৷ উনিশ শতকে ইউরোপে বাইসাইকেলের উদ্ভব৷ বাংলায় যানটিকে শুধু 'সাইকেল' বলে অভিহিত করা হয়৷ সাম্প্রতিককালে গোটা বিশ্বে বাইসাইকেলের জনপ্রিয়তা লক্ষ্য করার মতো৷ পরিবেশবান্ধব এই বাহনটির নানাবিধ উপকারের জন্য সর্বস্তরের মানুষের কাছে সাইকেলের প্রতি ভালোবাসা বৃদ্ধি পেয়েছে যুগের পর যুগ ধরে৷ ভারতের স্বাধীনতা সংগ্রামে সাইকেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহন হিসেবে ভূমিকা পালন করেছিল৷ যদিও তখন তা সুলভ ছিল না৷ বর্তমান সময়ে অতিমারি করোনা আবহে সাইকেল শব্দটি একটি অস্ত্রের মতো৷ দুধওয়ালা থেকে সকালের পাউরুটিওয়ালা, পাড়ায় ঘুরে ঘুরে মাছ বিক্রেতা থেকে ফ্লিপকার্ট ও আমাজনের ডেলিভারিবয়- এরকম লক্ষ লক্ষ মানুষের রুটিরুজির ভরসা এই দু'চাকার সাইকেল ভারতীয় অর্থনীতিতে প্রভাব বিস্তার করে চলেছে৷

সাইকেলে ভ্রমণ স্বপ্নের মত৷ অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালির রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে দুঃসাহসিক সব সাইকেল অভিযান৷ সাইকেলে বিশ্বভ্রমণকারী ১৯৩১ সালের রামনাথ বিশ্বাস থেকে ২০২১-এর বাইসাইকেল পর্যটক পরিমল কাঞ্জির কথা পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে সবুজ অক্ষরে৷

অন্যদিকে, জনসংখ্যা বাড়ছে৷ মানুষ হারাচ্ছে মাথা গোঁজার ঠাঁই৷ মানুষ মত্ত হয়েছে সবুজ প্রকৃতিকে মাটি থেকে উপড়ে ফেলে বড় বড় কংক্রিটের ইমারত গড়ার নেশায়৷ কেটে ফেলা হয়েছে বড় বড় জঙ্গল ৷ প্লাস্টিক দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে উল্লেখযোগ্য সব জলাশয়৷ বেশি দূরে নয় হাত বাড়ালেই বিভূতিভূষণের ইছামতি ও দেবদাস আচার্যের জলঙ্গি নদী এখন মৃতপ্রায়৷ আকাশ- মাটি-জলের পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে লক্ষ লক্ষ প্রাণী৷ গোটা বিশ্বের ভূগর্ভস্থ সম্পদও নিঃশেষিত প্রায়৷ এককথায় লুট হয়ে যাচ্ছে প্রাকৃতিক সম্পদ৷ এখন সিদ্ধান্ত নেওয়ার পালা, গোটা পৃথিবীর প্রাণীকূলকে হুমকির মুখে ফেলে মানুষ কি একা বেঁচে থাকবে পৃথিবীতে ?

ইউরোপ থেকে আফ্রিকা, আমেরিকা থেকে এশিয়া গোটা বিশ্বের কিছু সচেতন মানুষ সবুজ যান সাইকেলের শক্তিচক্রকে কাজে লাগিয়ে বিভিন্ন সংগঠনের মাধ্যমে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন একটু সবুজ পৃথিবীর আশায়৷  আর কিছু সংগঠন শুধুমাত্র বাইসাইকেলের শক্তি চক্রকে কাজে লাগিয়ে এই মহামারীর সময়ে গৃহবন্দী মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস ও ওষুধপত্র৷


সাইকেল শব্দটি একটি মিছিলের স্লোগানের মতো৷ প্রতিবেশী দেশ বাংলাদেশের বি.ডি.সাইক্লিস্ট গ্রুপ এবং কলকাতা সাইকেল সমাজের ভূমিকা ও আত্মত্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যা পথ দেখাচ্ছে গোটা বিশ্বকে নতুন এক ভোরের৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন