আজকের রাশিফল
* মেষ রাশি— সন্তানের প্রতি ভুল অহঙ্কার বৃদ্ধি।
* বৃষ রাশি— গৃহের কর্তৃত্ব এড়িয়ে চলুন।
* মিথুন রাশি— পরিবেশে সন্মান বৃদ্ধি পাবে।
* কর্কট রাশি— অর্থ নষ্টের প্রাধান্য বাড়বে।
* সিংহ রাশি— আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
* কন্যা রাশি— নিজেকে জাহির করার ভাব বাড়বে।
* তুলা রাশি— বানিজ্যে লাভের হার বাড়লেও সাবধান।
* বৃশ্চিক রাশি— কর্মে প্রাধান্যতা বাড়বে।
* ধনু রাশি— অহংভাব বৃদ্ধি পাবে।
* মকর রাশি— অতি প্রচেষ্টা স্বাস্থ্যের অন্তরায় হবে।
* কুম্ভ রাশি— জীবনীভঙ্গির রসদ বৃদ্ধি পাবে।
* মীন রাশি— সুনাম বজায় রাখার জন্য উদ্যম বৃদ্ধি পাবে।
মোহান্তজী
যোগাযোগ : ৮১৪৫১৫৫৩১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন