সমকালীন প্রতিবেদন : সোস্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য পোষ্ট করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত সুবকের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবিতে সরব হলেন এলাকার তৃণমূল কর্মীরা। এব্যাপারে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম সুভাষ মন্ডল। বছর ৩৫ বয়সের ওই যুবক সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করে। বিষয়টি নজরে আসতেই তৃণমূলের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
স্থানীয় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষে প্রদীপ সিং এর অভিযোগ, ওই যুবক একজন বিজেপি কর্মী। একজন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যে করে যে ভাষায় ওই যুবক সোস্যাল মিডিয়ায় মন্তব্য পোষ্ট করেছে, তা খুবই কুরুচিকর। এই ধরনের কর্মকান্ডের জন্য অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন তাঁরা। অভিযোগ পাবার পর এদিন রাতেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন