Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

গাছ বিলির মাধ্যমে অরণ্য সপ্তাহ পালন

 গাছ বিলির মাধ্যমে অরণ্য সপ্তাহ পালন

সমকালীন প্রতিবেদন : বনগাঁর স্বেচ্ছাসেবী সংস্থা মাতারা ফাউন্ডেশন এবং বনগাঁ মহকুমা টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে মঙ্গলবার অরণ্য সপ্তাহ পালন করা হলো। এদিন সকালে বনগাঁ শহরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি চলাকালীন পথচলতি মানুষদের হাতে ২০০০ চারাগাছ বিতরন করা হয়। বনগাঁর হীরালাল মূর্তির মোড় থেকে শুরু করে ত্রিকোণ পার্ক, মতিগঞ্জ হয়ে বাটার মোড়ে র‌্যালি শেষ হয়। উপস্থিত ছিলেন বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ বিশ্বজিৎ ঘোষ। 

গাছ বিলির মাধ্যমে অরণ্য সপ্তাহ পালন

আগামীদিনে পরিবেশের ভারসাম্য বজায় রেখে ভবিষ্যত প্রজন্মকে সুরক্ষিত রাখতে বৃক্ষরোপণ খুবই জরুরী। সেই উদ্দেশ্যে সাধারণ মানুষকে সচেতন করতে চারাগাছ বিতরন করা হল বলে সংগঠনের সভাপতি রাহুল দত্ত। গাছের মতো এমন বন্ধু আর কেউ নেই। তাই গাছকে যত্ন করুন, এমনই আবেদন রেখেছেন সংগঠনের সহ সম্পাদক সুজয় নাগ।

আরও পড়ুন, পাওয়ারলুমের মাধ্যমে টেক্সটাইল হাব ‌অশোকনগরে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন