নদীর স্রোতের মতো বয়ে চলে সময়। তার সঙ্গে ছুটে চলে জীবন। সময়ের সঙ্গে জীবনের এই চলার পথে প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা ঘটনা। জিজ্ঞাসু মন তারই খোঁজ পেতে চায়। সময় মেনে চেনা জগৎ থেকে অচেনা পথের সেই সুলুকসন্ধান দিতে চাই আমরা। এই সময়কালে চারপাশের দৈনন্দিন ঘটনার মধ্যে যেগুলি আম বাঙালীর মন ছুঁয়ে যাবে, সাধারণ মানুষের স্বার্থ থাকবে, এমন খবরই আমরা সততার সঙ্গে যত দ্রুত সম্ভব তুলে ধরতে চাই আমাদের এই প্ল্যাটফর্মে।একটু ভিন্ন স্বাদে, সুস্থ সাহিত্য–সংস্কৃতির পরিচয় তুলে ধরতে দায়বদ্ধ ই–সমকালীন।
MSME Registration Number is UDYAM-WB-14-0039852
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন