সমকালীন প্রতিবেদন : ২০২৬ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে ক্রিকেটমহলে। ১৬টি দেশের অংশগ্রহণে শুরু হতে চলেছে আইসিসির এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। তার আগে চলছে ওয়ার্ম–আপ পর্ব, যেখানে প্রতিটি দল নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ পাচ্ছে। এই প্রস্তুতি ম্যাচেই শক্তির ঝলক দেখিয়েছে ভারতের অনূর্ধ্ব–১৯ দল। প্রথম ওয়ার্ম–আপ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিয়েছে তারা। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ, প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড।
তবে প্রস্তুতি পর্ব ছাপিয়ে আসল নজর এখন মূল প্রতিযোগিতার দিকে। কারণ, আইসিসির এই মহারণ শুরু হলে গোটা দেশের চোখ থাকবে এক তরুণ ব্যাটারের দিকে– বৈভব সূর্যবংশী। চলতি বিশ্বকাপে শুধু দলের সাফল্যই নয়, একাধিক ঐতিহাসিক রেকর্ড ভাঙার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে এই উদীয়মান তারকা। কোচিং স্টাফ ও নির্বাচকরাও বৈভবের ধারাবাহিক পারফরম্যান্সে যথেষ্ট আশাবাদী।
পরিসংখ্যানই বলছে বৈভবের সম্ভাবনার কথা। অনূর্ধ্ব–১৯ ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলি তাঁর কেরিয়ারে মোট ৯৭৮ রান করেছিলেন। শুভমান গিলের সংগ্রহ ১১৪৯ রান। ভারতের হয়ে এই ফরম্যাটে এখনও পর্যন্ত সর্বাধিক রান রয়েছে বিজয় জোলের ঝুলিতে– ১৪০৪ রান। বর্তমানে যে ছন্দে ব্যাট করছে বৈভব সূর্যবংশী, তাতে বিশ্বকাপ শেষ হতে হতে কোহলি ও গিল– দু’জনকেই ছাপিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
এখনও পর্যন্ত অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে ১৮ ম্যাচে বৈভবের রান ৯৭৩। অর্থাৎ, বিশ্বকাপে মাত্র ৬ রান করলেই সে ছাড়িয়ে যাবে বিরাট কোহলিকে। আর ১৭৭ রান করলে পিছনে পড়ে যাবেন শুভমান গিলও। ধারাবাহিক ইনিংস খেলতে পারলে বিজয় জোলের রেকর্ডেও চোখ রাখা অসম্ভব নয়।
তবে লক্ষ্য এখানেই থামছে না। ভারতের অনূর্ধ্ব–১৯ দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি বৈভবের সামনে রয়েছে এক বিশ্বরেকর্ড গড়ার সুযোগ। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বাধিক রান করার নজির রয়েছে আয়ারল্যান্ডের অয়ন মর্গ্যানের দখলে। তিনি করেছিলেন ৬০৬ রান।
ভারত যদি ফাইনাল পর্যন্ত পৌঁছায় এবং বৈভব নিজের বর্তমান বিধ্বংসী ফর্ম বজায় রাখতে পারে, তবে মর্গ্যানের সেই রেকর্ড ভাঙাও অসম্ভব নয়। সব মিলিয়ে, ২০২৬ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ শুধু ট্রফির লড়াই নয়, ইতিহাস লেখার মঞ্চও হতে চলেছে। আর সেই ইতিহাসের কেন্দ্রে থাকার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে বৈভব সূর্যবংশীর নাম, যাকে ঘিরে ইতিমধ্যেই নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন